ছবি: প্রতীকী
বাবুল হক, মালদহ: মালদহ জেলার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল তিন বছরের শিশুর। শনিবার সকালের ঘটনায় এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
মালদহের (Maldah) কালিয়াচক থানার নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়াগ্রামে হাবিবুর শেখের। পেশায় দিনমজুর ওই ব্যক্তির বাড়িতেই এদিন সকালে ঘটে বিস্ফোরণ। পরিবারের দাবি, রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানেই ছিল তিন বছরের শিশু তাবিরেজ শেখ। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করে। সংসারের একরত্তিকে হারিয়ে শোকের ছায়া পরিবারে। মৃতের পিসি মুনজেরিনা খাতুন জানাচ্ছেন, রান্নাঘরে তাঁর সঙ্গে তাবিরেজও ছিল। তিনি খানিকক্ষণের জন্য সেখান থেকে সরলেই এই কাণ্ড ঘটে যায়। গুরুতর জখম অবস্থাতেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সে আর ফিরল না।
তবে গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ (Cylinder Blast) হয়েছে নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গ্রামবাসীদের অনেকের দাবি, সিলিন্ডার নয়, বোমা ফেটে বিস্ফোরণটি হয়েছে। তেমনটা হয়ে থাকলে, বাড়িতে কোথা থেকে বোমা এল, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উড়ে গিয়েছে বাড়ির একাংশের ছাদও। ক্ষতিগ্রস্থ হয়েছে বিভিন্ন সামগ্রী। যেখানে বিস্ফোরণটি হয়েছে, তার উৎসস্থল পরীক্ষা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সাতসকালের এমন ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.