Advertisement
Advertisement

Breaking News

বিস্ফোরণ

লাভপুরে বোমা বিস্ফোরণ, তীব্রতায় গুঁড়িয়ে গেল স্বাস্থ্যকেন্দ্র

বিস্ফোরণের ঘটনায় তৃণমূল-বিজেপির মধ্যে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা৷

Blast tears apart health centre at Birbhum's Lavpur

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:July 4, 2019 9:00 am
  • Updated:July 4, 2019 11:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরণে কেঁপে উঠল অনুব্রত মণ্ডলের গড়৷ বীরভূমের মল্লারপুরের পর এবার ঘটনাস্থল লাভপুরের মিরবাঁধ৷ বিস্ফোরণে ভেঙে পড়েছে বন্ধ হয়ে যাওয়া একটি স্বাস্থ্যকেন্দ্র৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই৷ গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী৷

[ আরও পড়ুন: ‘ভূত’ খুঁজতে গিয়ে হামলার মুখে ভিনরাজ্যের ওঝার দল, কোনওক্রমে প্রাণরক্ষা]

বৃহস্পতিবার ভোরে আচমকাই লাভপুরের মিরবাঁধে স্বাস্থ্যকেন্দ্র থেকে বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা৷ ঘুমের ঘোর কাটিয়ে ঘটনাস্থলে পৌঁছান গ্রামবাসীরা৷ তাঁরা দেখেন ওই স্বাস্থ্যকেন্দ্রের একতলা প্রায় ভেঙে পড়েছে৷ বিস্ফোরণের তীব্রতায় এই কাণ্ড ঘটেছে বলেই দাবি গ্রামবাসীদের৷ স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা হত না৷ বন্ধ স্বাস্থ্যকেন্দ্রেই দুষ্কৃতীরা আসর জমিয়েছিল৷ কারও কারও দাবি, এলাকায় যতদিন যাচ্ছে ততই বাড়ছে অসামাজিক কার্যকলাপ৷ ওই কাজে ব্যবহারের জন্য বোমা মজুত করে রেখেছিল দুষ্কৃতীরা৷ তার জেরে এমন বিপত্তি ঘটেছে৷ খবর পেয়ে এক মুহূর্ত সময় নষ্ট না করেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ ভগ্নপ্রায় ওই স্বাস্থ্যকেন্দ্রটি সরেজমিনে খতিয়ে দেখেছেন তদন্তকারীরা৷ আপাতত গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ৷ ঘটনাস্থল থেকে পুলিশ ক্যাম্প এক্কেবারে ঢিলছোঁড়া দূরত্বে অবস্থিত৷ তা সত্ত্বেও কীভাবে ওই বন্ধ স্বাস্থ্যকেন্দ্রে বোমা মজুত করা হচ্ছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন৷

Advertisement

[ আরও পড়ুন: আঞ্চলিক স্তরে কোর কমিটি গড়ে উন্নয়নের প্রচার, পুরুলিয়ায় সংগঠনকে নির্দেশ মমতার]

এদিকে, এই বোমা বিস্ফোরণের ঘটনায় লেগেছে রাজনীতির রং৷ তৃণমূল এবং বিজেপির মধ্যে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা৷ তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে৷ যদিও গেরুয়া শিবিরের তরফে অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে৷ পালটা গোটা ঘটনার দায় ঘাসফুল শিবিরের কাঁধেই ঢেলে দিয়েছে তারা৷ দিনকয়েক আগেই মল্লারপুরে একটি ক্লাবে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে৷ তাতেও ভেঙে পড়ে ক্লাবের একাংশ৷ তার রেশ কাটতে না কাটতেই ফের লাভপুরের মিরবাঁধে স্বাস্থ্যকেন্দ্রে বোমা বিস্ফোরণ৷ একের পর এক বিস্ফোরণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে৷ আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement