Advertisement
Advertisement
বিস্ফোরণ

প্রবল বিস্ফোরণে উড়ে গেল ক্লাবের ছাদ, আতঙ্ক বীরভূমের মল্লারপুরে

ফাটল ধরেছে ক্লাব লাগোয়া একটি বাড়ির দেওয়ালেও।

Blast occured in club at Mallarpur in Birbhum, locals panicked
Published by: Tanumoy Ghosal
  • Posted:June 30, 2019 12:37 pm
  • Updated:May 20, 2020 10:56 am  

নন্দন দত্ত, সিউড়ি: গভীর রাতে এলাকার একটি ক্লাবে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে ছাদ, ফাটল ধরেছে ক্লাব লাগোয়া একটি বাড়ি দেওয়ালেও। পুড়ে ছাই হয়ে গিয়েছে ক্লাবের যাবতীয় নথি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বীরভূমের মল্লারপুরে। কিন্তু কীভাবে বিস্ফোরণ ঘটল? উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছেন ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

[আরও পড়ুন: নাবালিকা স্কুলছাত্রীকে যৌন নিগ্রহ পুরোহিতের! চাঞ্চল্য নদিয়ার তেহট্টে]

ক্লাবের নাম ‘মেঘদূত’। মল্লারপুরের মসজিদপাড়া এলাকায় এই ক্লাবটি রীতিমতো জনপ্রিয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ক্লাবের সকালে বিভিন্ন বিষয়ে বিনা পয়সায় কোচিং ক্লাস চলে। ক্লাবের জিমে শরীরচর্চা করতেও আসেন অনেকেই। শনিবার রাতে প্রায় ১টা পর্যন্ত খোলা ছিল ক্লাবটি। ক্লাব ঘরে বসে বিশ্বকাপের খেলা দেখছিলেন সদস্যরা। খেলা শেষ হওয়ার পর যথারীতি ক্লাবঘরে তালা লাগিয়ে চলে যান তাঁরা। জানা গিয়েছে, রাত দুটো নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা বাইরে দেখেন, প্রবল বিস্ফোরণে মেঘদূত ক্লাবের ছাদ উড়ে গিয়েছে। ক্লাবের অফিস ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে মল্লারপুরের মসজিদপাড়ায় যায় দমকলের দুটি ইঞ্জিন। কিন্তু, ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে ক্লাবের যাবতীয় নথি। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ক্লাব লাগোয়া একটি বাড়ির দেওয়ালে ফাটলও ধরেছে। তাতে আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, বিস্ফোরণের মাত্রা যদি আরও বেশি হত, সেক্ষেত্রে প্রাণহাটি ঘটতে পারত। কিন্তু, মল্লারপুরের ওই ক্লাবে বিস্ফোরণ ঘটল কী করে? তা বুঝে উঠতে পারছেন না ক্লাব সদস্য ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছেন তাঁরা।

Advertisement

ছবি: সুশান্ত পাল

[ আরও পড়ুন: তৃণমূল নেতা খুনের প্রতিবাদে ১২ ঘণ্টার বনধ, ব্যান্ডেলে বন্ধ দোকানপাট-জনশূন্য রাস্তা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement