Advertisement
Advertisement
বাজি কারখানায় বিস্ফোরণ

চম্পাহাটিতে নিষিদ্ধ বাজি কারখানায় বিস্ফোরণ, জখম ২

পলাতক বাজি কারখানার মালিক।

Blast in south 24 pargana's champahati area, 2 person injured
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 29, 2019 12:55 pm
  • Updated:August 29, 2019 12:55 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি এলাকায়। বিস্ফোরণের তীব্রতায় গুরুতর জখম হয়েছেন ২ ব্যক্তি। স্থানীয়দের তৎপরতায় তাঁদের ভরতি করা হয়েছে হাসপাতালে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে প্রচুর নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক বাজি কারখানার মালিক।

[আরও পড়ুন:সাতসকালে অনুব্রতর গড়ে বিস্ফোরণ, ভেঙে পড়ল পঞ্চায়েত প্রধানের বাড়ি]

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই সন্তোষ মণ্ডল নামে ওই ব্যক্তির বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি করা হত। পুলিশের কাছে সেই খবর পৌঁছলে কিছুদিন আগেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। সেই সময় প্রচুর পরিমান বাজিও বাজেয়াপ্ত করা হয়। তবে কয়েকদিন আগে ছাড়াও পেয়ে যায় সে। অভিযোগ, জেল থেকে মুক্তি পাওয়ার পর ফের বাড়িতেই বাজি তৈরি করতে শুরু করে সন্তোষ। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সন্তোষ মণ্ডলের বাড়ির বাজি কারখানায় জেনারেটর বাজি তৈরি করা হচ্ছিল। সেই সময় আচমকা বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা। স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন আগুন জ্বলছে ওই বাজি কারখানায়। সেখান থেকেই দগ্ধ অবস্থায় উদ্ধার হয় ২ ব্যক্তি। তড়িঘড়ি স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর তাঁরাই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করে। জানা গিয়েছে, দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আয়ত্তে আসে আগুন।

Advertisement
blast-2
ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু শব্দবাজি আটক করেছে বারুইপুর থানার পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক সন্তোষ মণ্ডল। পুলিশের তরফে জানানো হয়েছে, আহতরা কোথায় রয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের পর স্থানীয় ব্যবসায়ী সমিতির মুখপাত্র শংকর মণ্ডল বলেন, “বেশ কিছুদিন ধরে সন্তোষ মণ্ডলকে আমরা ব্যবসায়ী আমরা সমিতি থেকে সরিয়ে দিয়েছি। কারণ, উনি নিষিদ্ধ বাজির ব্যবসা করেন।” অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

ছবি: বিশ্বজিৎ নস্কর

[আরও পড়ুন:বিরাটিতে বিজেপি কর্মীদের উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement