ছবি: প্রতীকী
অর্ণব আইচ: দিনেদুপুরে এন্টালির পদ্মপুকুরে খেলার মাঠে বিস্ফোরণ। বিস্ফোরণে গুরুতর জখম চার স্কুল পড়ুয়া। আহতেরা স্থানীয় ইসলামিয়া হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। এনআরএস হাসপাতালে ভরতি তারা। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। খোলা মাঠে কোথায় বোমা এল? তদন্তে এন্টালি থানার পুলিশ।
[কংগ্রেস-বিজেপির মামলা খারিজ হাই কোর্টে, আজই ভোটের দিন ঘোষণার সম্ভাবনা]
সম্প্রতি অতীতে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে বারবারই খবরের শিরোনামে উঠে এসেছে মধ্য কলকাতার এন্টালি। রাতে গুলিও চলেছে। আর এবার দিনে দুপুরে বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। বিস্ফোরণ ঘটল পদ্মপুকুর এলাকার একটি খেলার মাঠে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি ৪ জন স্কুল পড়ুয়া। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পদ্মপুকুর এলাকার ওই খেলার মাঠটি পেরিয়ে নিত্যদিন যাতায়াত করে ইসলামিয়া হাইস্কুলের পড়ুয়ারা। প্রতিদিনই স্কুল থেকে ফেরার পথে ওই মাঠে খেলাধূলাও করে তারা। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল ১১টা নাগাদ স্কুল ছুটির পর ওই মাঠে খেলছিল ষষ্ঠ শ্রেণির চার পড়ুয়া। মাঠে কিছু একটা পড়ে থাকতে দেখে তারা। বল ভেবে সেটি ছুঁড়তে গিয়েই ঘটে বিপর্যয়। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ঘটনার আকস্মিকতার হতভম্ব হয়ে যান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা খেয়াল করেন, পদ্মপুকুর খেলার মাঠে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে চার কিশোর। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। বিস্ফোরণের পর এলাকায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময়ে ওই এলাকার দিয়ে ফিরছিলেন ইসলামিয়া হাইস্কুলের অন্য পড়ুয়ারাও। ছেলেমেয়েদের নিয়ে এলাকা ছাড়তে ব্যস্ত হয়ে পড়েন অভিভাবকরা। কিন্তু, এন্টালি পদ্মপুকুর এলাকায় ওই খেলার মাঠে কোথায় বোমা এল? বিস্ফোরণই বা ঘটল কীভাবে? তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ। স্থানীয় কয়েকজন জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে জানা গিয়েছে।
[মনোনয়নের অশান্তিতে আক্রান্ত সংবাদমাধ্যম, সাংবাদিকরা নিখোঁজ হওয়ায় চাঞ্চল্য
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.