Advertisement
Advertisement

Breaking News

Murshidabad blast

সাতসকালে তীব্র বিস্ফোরণ মুর্শিদাবাদে, উড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরেই কি বিস্ফোরক মজুত করা হচ্ছিল, তদন্তে পুলিশ।

Blast in Murshidabad ICDS Centre | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 20, 2023 12:05 pm
  • Updated:August 20, 2023 12:07 pm  

শাহজাদ হোসেন, সামশেরগঞ্জ: ভোট মিটলেও বিস্ফোরণের খবর আসা থামছে না। এবার সাত সকালে বিস্ফোরণের তীব্রতায় মুর্শিদাবাদ (Murshidabad) রঘুনাথগঞ্জের আইসিডিএস সেন্টারের ছাদ। রবিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। কোথা থেকে এল বিস্ফোরক? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরেই কি বিস্ফোরক মজুত করা হচ্ছিল, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

রবিবার সাতসকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের লক্ষ্মীজোলায় বন্ধ আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বোমা বিস্ফোরণের তীব্রতায় আইসিডিএস সেন্টারের ছাদ উড়ে যায়। আইসিডিএস সেন্টারটি বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। যদিও আইসিডিএস সেন্টারটির মূল ভবনটি বন্ধ থাকলেও বাইরে শিশুদের ক্লাস হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘ক্যাম্পাসে মদ্যপান করা আমার অধিকার’, যাদবপুরের ছাত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়]

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আশপাশের লোকজন ছুটে এসে দেখেন গোটা এলাকাটি ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদটিও উড়ে গিয়েছে। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। কীভাবে তীব্র বিস্ফোরণ হল? আগে থেকে বিস্ফোরক মজুত ছিল কি না? কে বা কারা কী উদ্দেশ্যে বিস্ফোরক মজুত করেছিল, সবদিকই খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: উত্তাল সময়ে গুরুদায়িত্বে, কীভাবে সামলাবেন? মুখ খুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement