Advertisement
Advertisement

Breaking News

খড়দহে সোনার দোকানে বিস্ফোরণ, মৃত ১

বিস্ফোরণের নেপথ্যে কোনও নাশকতার ছক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

Blast in Khardah, 1 dead
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 13, 2016 7:39 pm
  • Updated:December 13, 2016 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনে দুপুরে বন্ধ দোকানে বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার খড়দহ এলাকা৷ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ৷

এদিন বিস্ফোরণটি ঘটে খড়দহের একটি বন্ধ সোনার দোকানে৷ বিস্ফোরণের তীব্রতায় দোকানে ঝাঁপ ছিটকে গিয়ে লাগে এক বৃদ্ধের গায়ে৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ বিস্ফোরণের জেরে ছড়িয়ে পড়ে আগুন৷ দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷ পরে এলাকা পরিদর্শনে যায় ব্যারাকপুর কমিশনারেটের একটি বিশেষ দল৷ এই বিস্ফোরণের নেপথ্যে কোনও নাশকতার ছক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement