ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ৷ উড়ল ওই নেতার বাড়ির চালের একাংশ৷ বোমাগুলি মজুত করা ছিল নাকি ওই বাড়িতেই বোমা তৈরি হচ্ছিল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়৷ এই ঘটনার পর থেকেই পলাতক ওই তৃণমূল নেতা৷ তার ভাইকে আটক করেছে পুলিশ৷
বৃহস্পতিবার ভোররাতে আচমকাই বিকট শব্দ পান স্থানীয়রা৷ ঘুমের মাঝে কী যে হল, তা বুঝতে পারেননি তাঁরা৷ ঘুম ভেঙে বাড়ি থেকে বেরিয়ে অবাক হয়ে যান এলাকাবাসী৷ তাঁরা দেখেন বীরভূমের ইলামবাজারের তৃণমূল নেতা মিনু শেখের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তাতে উড়ে যায় ওই তৃণমূল নেতার বাড়ির চাল৷ এই ঘটনা লোকমুখে চাউর হয়ে যায়৷ খবর পৌঁছায় পুলিশের কানে৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ ততক্ষণে যদিও নিজের বাড়ি ছেড়ে চম্পট দেয় তৃণমূল নেতা মিনু শেখ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিনুর ভাই মতি মোল্লাকে দেখতে পান৷ তাকেই আটক করে পুলিশ৷ কীভাবে বাড়িতে বোমা এল, সে বিষয়ে সদুত্তর দিতে পারেননি ওই তৃণমূল নেতার ভাই৷ যদিও তাকে জেরা করে এ বিষয়ে তথ্য জোগাড়ের চেষ্টা করছেন পুলিশকর্মীরা৷
সামনেই লোকসভা নির্বাচন৷ তার আগে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা নিয়েই আলোচনা শুরু করেছেন বিরোধীরা৷ তাদের অভিযোগ, নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছিলেন ওই তৃণমূল নেতা৷ তাই নাকি বাড়িতে বোমা মজুত করেছিলেন তিনি৷ আবার কারও কারও দাবি, নির্বাচনে কাজে লাগানোর জন্য বাড়িতেই বোমা তৈরি করেছিলেন তৃণমূল নেতা মিনু শেখ৷ যদিও বাড়িতে বোমা মজুত ছিল নাকি বোমা তৈরি হচ্ছিল, এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না পুলিশ আধিকারিকরা৷ গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.