প্রতীকী চিত্র
স্টাফ রিপোর্টার: ফের বাজি কারখানায় বিস্ফোরণ৷ এবার ঘটনাস্থল ডায়মন্ডহারবার৷ বুধবার এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে অভিনন্দন হালদার নামে এক যুবকের৷ গুরুতর আহত আরও একজন৷ ঘটনার তদন্তে নেমেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ৷ অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ ভাবে চলছিল ওই বাজি কারখানা৷
পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ডায়মন্ডহারবারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পিছনের জনবহুল এলাকায় হঠাৎই বিস্ফোরণ ঘটে৷ মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় বাজি কারখানাটি৷ আগুনের মধ্যে থেকেই আর্তনাদ শুনতে পান স্থানীয়রা৷ তাঁরাই উদ্ধার করেন বাবলু হালদার ও তাঁর ছেলে অভিনন্দন হালদারকে৷ দুজনকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ডহারবার হাসপাতালে৷
সেখানেই মৃত্যু হয় বছর বাইশের অভিনন্দনের৷ স্থানীয়রা জানিয়েছেন, অভিনন্দন ফকিরচাঁদ কলেজের পড়ুয়া ছিল৷ হাসপাতাল সূত্রে খবর, দু’জনের শরীরের বেশিরভাগটাই পুড়ে গিয়েছিল৷ সেই কারণেই অভিনন্দনের মৃত্যু হয়৷ বাবলু হালদারের অবস্থাও আশঙ্কাজনক৷ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন৷ যদিও তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আগামী ২৮ তারিখ ডায়মন্ডহারবারের একাধিক জায়গায় কালীপুজো রয়েছে৷ সেই পুজোতেই বাজির বরাত পান বাবলু হালদার৷ এদিন সকাল থেকে সেই বাজি বানানোরই কাজ চলছিল বলে খবর৷ তখনই বিস্ফোরণ ঘটে৷
পুলিশ সূত্রে খবর জনবহুল এই এলাকায় যে একটি অবৈধ বাজি কারখানা দীর্ঘদিন ধরে চলছিল তা নিয়ে কোনও তথ্যই ছিল না প্রশাসনের কাছে৷ অভিযোগ, এদিন বিস্ফোরণের পর প্রতিবেশীরা উদ্ধার কাজে হাত না লাগালে দুর্ঘটনা আরও বড় আকার নিত৷ পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও স্থানীয়রাই সবার আগে উদ্যোগ নেন আগুন নেভানোর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.