সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ধমানের কাটোয়ার শ্রীবাটি গ্রামের এক ক্লাবে বড়সড় বিস্ফোরণ৷ বিস্ফোরণের মৃত্যু হল লালু শেখ (৭০) নামে এক স্থানীয় বাসিন্দার৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন৷
এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ বিস্ফোরণের জোরাল শব্দে ঘুম ভাঙে স্থানীয় বাসিন্দাদের৷ বিস্ফোরণের তীব্রতা ভেঙে পড়ে ক্লাবের দেওয়াল৷ দেওয়াল চাপা পড়েই মৃত্যু হয়েছে লালু শেখের৷ প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান৷ পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়৷
আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ শ্রীবাটি গ্রামের এই ক্লাবে প্রচুর পরিমানে বিস্ফোরক মজুত ছিল বলে অনুমান পুলিশের৷ মৃতের স্ত্রীর অভিযোগ, সিপিএম সদস্যরাই বোমা মজুত করে রেখেছিল ক্লাবটিতে৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.