Advertisement
Advertisement

Breaking News

বোমা ফেটে ধূলিসাত্‍ তৃণমূলের পার্টি অফিস

পার্টি অফিসে প্রচুর বোমা মজুত করে রাখা হয়েছিল বলে অভিযোগ৷

Blast hits TMC office in Burdwan, 3 inured

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 8, 2017 3:23 am
  • Updated:May 8, 2017 6:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শক্তিশালী বোমা বিস্ফোরণে উড়ে গেল তৃণমূলের একটি দলীয় কার্যালয়৷ বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ আহত তিনজন৷ রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে আউসগ্রামের পিচকুড়ি গ্রামে৷ ঘটনার পরেই এলাকায় যায় বিশাল পুলিশবাহিনী৷ এখনও থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা৷ বর্ধমান-বোলপুর সড়কের ধারে পিচকুড়ির ঢাল এলাকায় ওই পার্টি অফিসে প্রচুর বোমা মজুত করে রাখা হয়েছিল বলে অভিযোগ৷

তবে তৃণমূলের আউসগ্রাম-১ ব্লক সভাপতি সালেক রহমানের দাবি, “আমাদের ওই দলীয় কার্যালয়ে কয়েকজন কর্মী বসে টিভি দেখছিলেন৷ সে সময় বাইকে চড়ে তিন-জন সিপিএম আশ্রিত দুষ্কৃতী যায়৷ এলোপাথাড়ি বোমা ছোড়ে৷ কার্যালয় ভেঙে যায়৷ দু’জন কর্মী আহত হয়েছেন৷” সিপিএমের বর্ধমান জেলা কমিটির সম্পাদক অচিন্ত্য মল্লিক বলেন, “এলাকার সকলেই জানেন, তৃণমূল কংগ্রেসের ওই কার্যালয়ে বোমা মজুত করা ছিল৷ সেই বোমা ফেটে গিয়ে তিন-চার জন মারা গিয়েছে বলে শুনেছি৷ সেই বোমা নিয়ে তৃণমূল আমাদের কর্মীদের উপর হামলার ছক কষছিল৷”

স্থানীয় সূত্রে খবর, আউসগ্রামের পিচকুড়ি গ্রামে ঢোকার মুখেই তৃণমূলের ব্লক কার্যালয়টি ছিল৷ ওই গ্রামেই বাড়ি আউসগ্রাম-১ ব্লক তৃণমূল সভাপতি শেখ টগর ওরফে সালেক রহমানের৷ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে৷ ইটের গাঁথুনি অ্যাসবেসটরের চাল-সমেত ওই ঘরটি ধূলিসাৎ হয়ে যায়৷ স্থানীয়রা জানান, তখন কয়েকজন ঘরে বসে টিভি দেখছিলেন৷ সেই সময় বিস্ফোরণ ঘটে৷ আহতদের সরিয়ে নিয়ে যাওয়া হয় পুলিশ যাওয়ার আগেই৷ তবে আশঙ্কা করা হচ্ছে, স্থানীয় এক তৃণমূল কর্মী ঘটনাস্থলেই মারা গিয়েছেন৷ গভীর রাত পর্যন্ত অবশ্য তার দেহ পাওয়া যায়নি৷ রাতের দিকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে যান৷ গ্রামের লোকজন কার্যত আতঙ্কে রয়েছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement