Advertisement
Advertisement
বাজি বিস্ফোরণ

বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, ঝলসে মৃত্যু মালিকের

বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে ঘরের চাল।

Blast at illegal cracker factory in East Midnapur, one died
Published by: Sucheta Sengupta
  • Posted:October 15, 2019 10:00 am
  • Updated:October 15, 2019 10:55 am  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: বাড়িতেই বাজি কারখানা তৈরি করে কাজ করছিলেন বেশ কয়েকবছর ধরে। সেই জীবিকাই প্রাণ কেড়ে নিল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাজি কারখানার মালিকের। মৃতের নাম হিমাংশু পাল। পাশাপাশি বিস্ফোরণে জখম হয়েছেন আরও ২ জন। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির ছাদ।

[ আরও পড়ুন : প্রতিশ্রুতি সত্ত্বেও ছাড়া হল না সৌভিকের বাবাকে, জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে কাঠগড়ায় পুলিশ!]

সামনেই দীপাবলি। প্রচুর চাহিদা আতসবাজির। তাই সোমবার সন্ধেবেলা চড়াবাড় এলাকায় নিজের বাড়ির কারখানায় অন্যান্য শ্রমিকদের সঙ্গে নিজেই বাজি তৈরির কাজে হাত লাগিয়েছিলেন বছর চৌষট্টির মালিক হিমাংশু পাল। আচমকাই ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটে। তীব্র শব্দে উড়ে যায় ঘরের চালটি। আশেপাশের মানুষজন বিপদ টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে একবারে ঝলসে যান হিমাংশুবাবু। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ২ শ্রমিক। সকলকে উদ্ধার করে প্রতিবেশীরা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে হিমাংশুবাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু’জন এখনও চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ।

Advertisement

emid-blast
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই নিজের বাড়িতে এভাবে বাজি কারখানা চালাচ্ছিলেন হিমাংশু পাল। তবে তার কোনও আইনি কাগজপত্র ছিল না। ৫ বছর আগেও এই বাড়িটিতে একবার বিস্ফোরণ ঘটেছিল। কিন্তু সেসময় প্রাণে বেঁচে গিয়েছিলেন মালিক। তখনই পুলিশ এটিকে বেআইনি বাজি কারখানা বলে চিহ্নিত করে দেয়। কিন্তু তারপরও লাইসেন্স নেওয়া হয়নি এবং ঝুঁকি নিয়েই বাজি কারখানা চলছিল, তার প্রমাণ মিলল সোমবারের দুর্ঘটনায়। পুলিশের প্রাথমিক অনুমান, দীপাবলির আগে চাহিদামোত বাজির জোগান দিতে অতিরিক্ত কাঁচামাল মজুত করেছিলেন হিমাংশু পাল। তার জেরেই এত বড় দুর্ঘটনা ঘটে গেল। জখম দু’জনের শারীরিক পরিস্থিতির খবর মেলেনি এখনও। তাঁরা একটু সুস্থ হলে, পুলিশ তাঁদের জেরা করে গোটা ঘটনার কিনারা করতে চায়।

[ আরও পড়ুন : মিটছে না শারীরিক চাহিদা, স্ত্রীর যৌনাঙ্গে মদের বোতল ঢুকিয়ে অত্যাচার স্বামীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement