চঞ্চল প্রধান, হলদিয়া: গত ডিসেম্বরের পর ফের হলদিয়া রিফাইনারিতে (Haldia Refinery) বিস্ফোরণ। সোমবার দুপুর তিনটে নাগাদ হলদিয়া রিফাইনারি ইউনিটের বাইরে ট্রাক পার্কিং লটে একটি পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে জখম হন অন্তত ৩ জন শ্রমিক।
স্থানীয় সূত্রে খবর, রিফাইনারির ডিলেড প্রোকার ইউনিটে বাইরে একটি পাইপে বিস্ফোরণ হয়। ৩ শ্রমিক গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে হলদিয়া রিফাইনারি থেকে ৫ কিলোমিটার দূরে হলদিয়া টাউনশিপের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে কী থেকে বিস্ফোরণ ঘটল তা এখনও অজানা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর হলদিয়ার রিফাইনারির (Haldia IOC Fire) ন্যাপথা ইউনিটে আচমকাই আগুন লাগে। সেই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন আরও ৪৪ জন। তাঁদের মধ্যে সাতজন হলদিয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের গ্রিন করিডোর কলকাতায় আনা হয়।
সূত্রের খবর, কারখানায় শাট ডাউনের কাজ চলাকালীন আগুন লেগে যায়। একটি ইউনিটে বিস্ফোরণও হয়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। অগ্নিদগ্ধ হন ৪৭ জন। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। এবার ফের বিস্ফোরণে জখম হলেন আরও ৩ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.