Advertisement
Advertisement

‘কাঁটাতার বসানোর জমি দিচ্ছে না’, অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যকে আক্রমণ রাজনাথের

‘গণতন্ত্রকে শোকতন্ত্রে পরিণত করার চেষ্টা করছে তৃণমূল’, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর৷

BJP's Rajnath Singh in Falakata
Published by: Tanujit Das
  • Posted:February 2, 2019 2:33 pm
  • Updated:February 2, 2019 3:12 pm  

রাজকুমার, আলিপুরদুয়ার: অনুপ্রবেশ রুখতে কেন্দ্রকে সাহায্য করছে না রাজ্য সরকার৷ আলিপুরদুয়ারের ফালাকাটার সভামঞ্চ থেকে এ ভাষাতেই তৃণমূল সরকারকে আক্রমণ করলেন রাজনাথ সিং৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে কাঁটাতার বসানোর প্রয়োজন রয়েছে৷ সে জন্য রাজ্যের কাছে জমি চেয়েছিল কেন্দ্র৷ কিন্তু রাজ্য জমি দিতে অস্বীকার করে৷ ফলে কেন্দ্র চাইলেও, অনুপ্রবেশ রুখতে আগ্রহ নেই রাজ্য সরকারের৷ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে৷ রাজনাথের সাফ কথা, “তৃণমূলের রাজ্যে মা-মাটি-মানুষ কেউই সুরক্ষিত নয়৷” 

[ঠাকুরনগরে মতুয়াদের পাশে মোদি, নাগরিকত্ব বিলে চাইলেন তৃণমূলের সমর্থন]

Advertisement

অনুপ্রবেশ ইস্যুতে এর আগেও বিজেপি নেতারা মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন৷ কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে এই আক্রমণ নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ সভামঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, এ রাজ্যে বিরোধীদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে৷ পঞ্চায়েত নির্বাচনে প্রায় একশোজন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে৷ নেতাদের মনোনয়ন দাখিল করতে দেওয়া হয়নি৷ বিজেপিকে মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না৷ গণতন্ত্রকে শোকতন্ত্রে পরিণত করার চেষ্টা করছে এ রাজ্যের তৃণমূল সরকার৷

[রাজ্যে ঊর্ধ্বমুখী পারদ, সপ্তাহান্তে প্রায় উধাও শীত ]

এ দিনে বক্তৃতার প্রথম থেকেই রাজ্যের শাসকদলের ঝাঁজালো সমালোচনা করেন রাজনাথ সিং৷ তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে দালালরাজ চলছে৷ বামেরা যে ভাবে মানুষের উপর অত্যাচার চালাত, একই পথ বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘২০২১-এ এ রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হবে৷ সোনার বাংলার গড়ব আমরা৷’’ কৃষকদের হাতিয়ার করে এযাবৎ কালে বারংবার কেন্দ্রকে আক্রমণ করেছে কংগ্রেস ও তৃণমূল-সহ অন্য বিরোধীরা৷ এ দিনের সভা থেকে কেন্দ্রের কৃষকদরদি রূপ তুলে ধরেন রাজনাথ৷ শুক্রবার পেশ করা অন্তর্বর্তী বাজেটে ঘোষিত একাধিক কৃষিমুখী প্রকল্পের কথা এ দিনের সভা থেকে জানান তিনি৷ রাজ্যের সমালোচনা করে বলেন, ‘‘তৃণমূল সরকার কেবল প্রতিশ্রুতি দেয়৷ কিন্তু তা পূরণ করতে পারে না৷ আমরা করে দেখাই৷’’ কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প এরাজ্যে ঢুকতে না দেওয়ায়, মমতা সরকারের খুব সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ অভিযোগ করেন, রাজ্যের মানুষকে বঞ্চিত করা হচ্ছে৷ সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে লড়াইয়ের মাদল বাজিয়ে দিয়ে গিয়েছেন রাজনাথ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement