সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ‘প্রশাসন উলঙ্গ’। এই অভিযোগে পুরুলিয়ায় প্রতীকী প্রতিবাদ। অর্ধনগ্ন হয়ে শহরে মিছিল করে বিতর্কে জড়াল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে শাসক দলের নির্দেশে কাজ করছে জেলা প্রশাসন৷ মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের৷
[গ্রাহকসেবা কেন্দ্রে ঢুকে ব্যাংক কর্মীকে গুলি দুষ্কৃতীদের, চাঞ্চল্য অন্ডালে]
মঙ্গলবার পুরুলিয়া শহরের জুবিলি ময়দান থেকে মিছিল শুরু করেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা৷ শহর পরিক্রমার পর করে ট্যাক্সি স্ট্যান্ডে জনসভা হয়। পুরুলিয়ায় বিজেপি সমাবেশ ভালই ভিড় হয়েছিল। যা তৃণমূল নেতাদের চেপে ফেলে দিয়েছে বলে জানা গিয়েছে। তবে বিজেপি নেতা–কর্মীরা যেভাবে খালি গায়ে শহরে মিছিল করেছেন তাতে হতবাক জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা৷ তাঁদের দাবি, জেলাতে তো বটেই, এমন ‘নগ্ন’ মিছিল রাজ্যে আগে কখনও হয়নি৷
[ছাত্রের ফেসবুকে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠিয়েছে মোমো! চাঞ্চল্য মহিষাদলে]
বিজেপির এই মিছিলের কড়া সমালোচনা করেছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতো। তিনি বলেন, “এভাবে অর্ধনগ্ন হয়ে মিছিল করা বাংলার সংস্কৃতি নয়। তাঁদের চিন্তা–ভাবনা, সংস্কৃতি যে কেমন তা প্রমাণ হয়েছে৷ খুব শীঘ্রই মানুষ এদের থেকে মুখ ফেরাবেন। দেশের কাছে বিজেপি একটা বড় বিপদ।” তৃণমূলের সমালোচনার পালটা দিয়েছে বিজেপি। বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “বাংলার সংস্কৃতি কি তা তৃণমূলের কাছ থেকে আমাদের শিখতে হবে না। তাদের বোমা–গুলির বিরুদ্ধে সাধারণ মানুষ আজ পথে নেমেছেন। এই জেলায় প্রশাসন বলে কিছু নেই। তারা শাসকদলের হয়ে কাজ করছে। তাই জেলার অসহায় সাধারণ মানুষের এখন একটাই কথা প্রশাসন উলঙ্গ। আমরা সাধারণ মানুষের কথা মত পথে নেমেছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.