Advertisement
Advertisement

Breaking News

বিজেপি

বুথ পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী, কাঠগড়ায় তৃণমূল

অভিযোগ দায়ের করলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস৷

BJP's Lok Sabha candidate from Burdwan Purba attacked
Published by: Tanujit Das
  • Posted:April 29, 2019 4:34 pm
  • Updated:April 29, 2019 9:39 pm  

রিন্টু ব্রহ্ম, বর্ধমান পূর্ব: ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস৷ অভিযোগের তির তৃণমূলের দিকে৷ প্রার্থীর গাড়ি ভাঙচুর করার পাশাপাশি, তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করারও অভিযোগ উঠেছে৷ এই ঘটনাকে হাতিয়ার করে জেলাপ্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীতার করেছে তৃণমূল৷

[আরও পড়ুন: বেড-টি পেতে দেরি, সকাল থেকে আসানসোলের কোনও খবরই জানেন না মুনমুন]

Advertisement

জানা গিয়েছে, ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে এদিন দুপুরে কালনার মহিষমর্দিনী ইস্টিটিউটের ৯/১৭ নম্বর বুথ পরিদর্শনে যান বিজেপির প্রার্থী পরেশ নাথ দাস৷ তাঁর অভিযোগ, বুথের কাছে পৌঁছাতেই তাঁর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা৷ তাঁর গাড়ি ভাঙচুর করা হয়৷ তাঁকেও শারীরিক ভাবে নিগ্রহ করা হয়৷ হুমকি দেওয়া হওয়া হয় এলাকা ছেড়ে চলে যাওয়ার৷ স্থানীয় সূত্রে খবর, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ কিছুটা হলেও ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ৷ তবে নিরাপত্তা বাহিনী এসে পরিস্থিতি সামাল দেন৷ বিজেপি সূত্রে খবর, স্থানীয় তৃণমূলের দাপুটে নেতা তথা কালনা পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ ওরফে পল্টু বাগের নেতৃত্বে এই হামলা চালান হয়েছে৷ এই ঘটনার পরই প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি৷

[আরও পড়ুন: ‘গুলি চালানোর সাহস কীভাবে হয়?’ কেন্দ্রীয় বাহিনীকে তোপ শতাব্দীর ]

যদিও অভিযুক্ত পল্টু বাগের দাবি, গাড়িতে বিজেপির পতাকা লাগিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ঢুকে পড়েছিলেন বিজেপি প্রার্থী৷ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন তিনি৷ সেটারই প্রতিবাদ করেন তিনি৷মারধরের বিষয়ে মিথ্যা কথা বলছেন বলেও পালটা অভিযোগ করেন এই তৃণমূল নেতা৷ আক্রমণের কথাও অস্বীকার করেন তিনি৷ জানান, ‘‘এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের ফল৷ এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই৷’’ পাশাপাশি, শাসকদলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে পূর্বস্থলীর খড়দত্ত পাড়া এলাকা এবং পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার ভাটরা এলাকায়৷ দু’ক্ষেত্রেই শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement