Advertisement
Advertisement
ভারতী ঘোষ

ফের মেজাজ হারালেন ভারতী, থানার সামনে দাঁড়িয়ে পুলিশকে ধমক-বিক্ষোভ

প্রার্থীর এই আচরণে ক্ষুব্ধ পুলিশ আধিকারিকরা।

BJP's Lok Sabha candidate Bharati Ghosh stages protest
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 29, 2019 7:13 pm
  • Updated:April 29, 2019 7:13 pm  

সম্যক খান, মেদিনীপুর:  ফের প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। এবার থানার সামনে পুলিশ কর্মীদের ধমক দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। পাশাপাশি, আনন্দপুর থানার বাইরে বিক্ষোভও দেখান তাঁরা। প্রার্থীর এই আচরণে ক্ষুব্ধ পুলিশ আধিকারিকেরা।

[আরও পড়ুন: ইভিএমে বিজেপির বোতাম আতর, ভোটারদের হাতের গন্ধ শুঁকলেন তৃণমূলকর্মীরা!]

পূর্ব পরিকল্পনা মাফিক সোমবার ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত আনন্দপুরের বুড়াপাট পাঁচখুরি থেকে রোড শো শুরু করেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তার সঙ্গে ছিলেন দলের কর্মী, সমর্থকরা। সেই সময়ে প্রার্থীর নজরে পড়ে এলাকার সমস্ত দোকানপাট বন্ধ। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, তৃণমূলের নির্দেশেই বন্ধ রাখা হয়েছে দোকান। এতেই মেজাজ হারান তিনি। 

Advertisement

রোড শো-এর দায়িত্বে থাকা এক পুলিশকর্মীর সঙ্গে কথা বলেন। তাঁকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কোনও ডিউটি করতে হবে না কাউকে। কোনও পুলিশকে আমি এখানে দেখতে চাই না।” অভিযোগ, একইভাবে আনন্দপুর থানার ওসি-কেও ধমকান ভারতী ঘোষ। এমনকী, পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়েরের হুমকিও দেন তিনি। এরপর রাগে গজগজ করতে করতে আনন্দপুর থানার বাইরে বিক্ষোভ শুরু করেন তাঁরা। কর্মীদের নিয়ে বিকেল প্রায় ৪ টে পর্যন্ত থানার বাইরে বিক্ষোভ দেখান তিনি। 

[আরও পড়ুন: আলু পোস্ত খাইয়ে অনুপমকে দলে ফেরানোর বার্তা অনুব্রতর, তুঙ্গে জল্পনা]

ভারতী ঘোষের অভিযোগ, “পুলিশ জল পরিষেবা বন্ধ করে দিয়েছে। বিশেষ ধর্মের লোকদের উত্তেজিত করে, দোকানপাট বন্ধ করে সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা করছে। রাতের অন্ধকারে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করে বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে পুলিশ কর্মীরা৷” সূত্রের খবর, ইতিমধ্যেই জেলার পুলিশ সুপার, ডিএসপি এবং ওসি-র বদলির দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন প্রার্থী।

এ প্রসঙ্গে পুলিশ সুপার জানিয়েছেন, “এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়। কমিশনই সিদ্ধান্ত নেবে। তবে বিজেপি প্রার্থী পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তা ভিত্তিহীন ও আপত্তিকর।” ভারতী ঘোষের বিরুদ্ধে এদিন মুখ খুলেছে তৃণমূলও। জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতির মন্তব্য, “প্রতি সপ্তাহে পরিযায়ী পাখির মতো কেশপুরে এসে নাটক করছেন ভারতী ঘোষ। তিনি নিজেকে এখনও জেলার পুলিশ সুপার ভাবছেন। তাই ওসি, কনস্টেবলদের ধমকাচ্ছেন। তাদের ডিউটি থেকে তাড়িয়ে দিচ্ছেন। অবিলম্বে নির্বাচন কমিশনের এবিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।” সূত্রের খবর, ঘটনার পর সোমবার বিকেলে ফের প্রচারে বেরোন বিজেপি প্রার্থী।  

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement