Advertisement
Advertisement

‘মারব এখানে, লাশ পড়বে যেখানে সেখানে’! প্রকাশ্যে ফের কুমন্তব্য দিলীপের

দেখুন ভিডিও।

BJP's Dilip Ghosh warns TMC
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 16, 2018 5:06 pm
  • Updated:November 16, 2018 10:09 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: জনপ্রিয় বাংলার সিনেমার সংলাপ বদলে দিয়েছেন তিনি। শাসকদলকে আক্রমণ করতে গিয়ে ফের শালীনতার মাত্রা ছাড়ালেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মন্তব্যে যথারীতি নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

[‘ওটা রাবণ যাত্রা’! বিজেপির রথযাত্রা কর্মসূচিকে আক্রমণ মমতার]

Advertisement

দিন কয়েক পর্যন্ত অণ্ডালে বিজেপি-র জনসভাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজায় সরগরম ছিল দুর্গাপুর। বিস্তর টালবাহানার পর অবশ্য অণ্ডালে জনসভার অনুমতি পায় বিজেপি। বৃহস্পতিবার অণ্ডালের উখড়া ও বারাবনিতে দুটি জনসভা করেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুর্গাপুরে জনসভায় হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ও। দুটি জনসভায়ই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শাসকদলকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। আর লোকসভা ভোটের আগে তৃণমূলকে চ্যালেঞ্জ করতে গিয়ে ফের শালীনতার মাত্রা ছাড়ালেন তিনি। বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

কী বলেছেন দিলীপ ঘোষ? একসময়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী মুখে ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’ ডায়লগটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। সেই কথা উল্লেখ করে শাসকদলের উদ্দেশ্যে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘মারব এখানে, লাশ পড়বে যেখানে-সেখানে।’ তাঁর মন্তব্যে নিন্দার ঝড় ওঠেছে রাজনৈতিক মহলে। তবে এবারই প্রথম নয়, এর আগে বিভিন্ন সময়ে শাসকদলের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। লোকসভা ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতে এ রাজ্যে রথযাত্রা কর্মসুচি নিয়েছে বিজেপি। এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে শাসকদলের বীরভূম জেলা সভাপতিকে প্রকাশ্যে ‘কুকুর’ বলে কটাক্ষ করেছেন দিলীপ।

দেখুন ভিডিও:

 

[ লোকসভায় ঝাড়খণ্ড-অসমেও লড়বে তৃণমূল, ঘোষণা মমতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement