রূপায়ণ গঙ্গোপাধ্যায়, কলকাতা: বাংলার পঞ্চায়েতে একরকম উত্থানই হল বিজেপির৷ লোকসভার আগে শাসকের ঘাড়ে নিশ্বাস ফেলে পঞ্চায়েত ভোটেও এবার দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম গেরুয়া শিবির৷ ফলে, হাবেভাবে বেশ আত্মবিশ্বাসী বিজেপি নেত্বত্ব৷ নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরপরই তৃণমূলের বিরুদ্ধে হুমকির সুর চড়ালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷
[ বীরভূমে উন্নয়নের মাঝেই ফুটল পদ্ম, গণনাকেন্দ্রের বাইরে তীব্র উত্তেজনা ]
পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে প্রতিক্রিয়ায় এদিন সংবাদমাধ্যমে রাখঢাক না করেই দিলীপ ঘোষের সাফ হুঁশিয়ারি, ‘‘বিজেপি টক্করে আছে৷ যেটা ভাবছেন, যে একতরফা জয় হয়েছে সেটা নয়৷ নির্বাচন কমিশন কাউকে জেতাবে হারাবে না। মানুষ জেতাবে। সেটার প্রতিফলন এখনও হয়নি৷ আমরা পুরোপুরি লড়াইয়ে আছি।’’
[ গণনাকেন্দ্রে ঢুকে ছাপ্পা ভোট, অভিযোগে সরগরম নদিয়ার কৃষ্ণগঞ্জ ]
তিনি আরও বলেন, ‘‘এখন যে ফলাফল আসছে, তাতে মানুষ ভাবছে কেবল তৃণমূলই আছে। সেটা নয়। আসল রেজাল্ট এখনও সামনে আসেনি। গণনা খুব ধীরগতিতে চলছে। এখনও কাউন্টিং সেন্টারে গিয়ে ছাপ্পা মারা হচ্ছে। আমরা লড়াইয়ে আছি৷ শেষ পর্যন্ত লড়াইয়ে থাকব৷ একতরফা হতে দেব না৷’’ পঞ্চায়েত ভোটে জয় প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কার জয় এখনও পরিষ্কার নয়। একার জয় কারও নয়। এখন যে রেজাল্টা আসছে সেটাও আসল এবং পূর্ণাঙ্গ নয়। আসল রেজাল্ট যখন ঘোষণা হবে তখন সবাই বুঝতে পারবে।’’ বাংলার ভোটের উৎসবে নিজেদের শক্তি ধরে রাখার প্রসঙ্গে দিলীপের মন্তব্য, ‘‘দ্বিতীয় শক্তি হিসেবে আমরাই পশ্চিমবঙ্গে আছি। এখন রেজাল্টের যে পার্থক্য দেখানো হচ্ছে, যে ৯৯ শতাংশ আসন তৃণমূল জিতে গিয়েছে, ঘটনা তা নয়। যে জেলাগুলিতে আমাদের ভাল ফল করার কথা, সেই জেলাগুলিতে আমরা এগিয়েই আছি। একাধিক পঞ্চায়েতে আমরা জিতে গিয়েছি। কেশিয়ারিতে ৮৫ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা ৫১ টিতে জিতে গিয়েছি৷ এই রকমই ফলাফল করছি আমরা।’’
[ ভাঙড়ে পাঁচটি আসনে জয়ী জমিরক্ষা কমিটি, জেলে থেকেও জয় পেলেন আরাবুল ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.