সব্যসাচী ভট্টাচার্য, শিলিগুড়ি: পাহাড়ে বেনজির বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। প্রথমে বিনয় তামাং পন্থীদের প্রতিবাদে তাঁর সভা ভণ্ডুল হয়ে যায়। পরে দার্জিলিং সদর থানার কাছে প্রকাশ্যে নিগৃহীত হলেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর কয়েকজন সঙ্গীও বেদম মার খেয়েছেন। কোনওরকমে থানায় ঢুকে রক্ষা পান দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, তৃণমূলের মদতে এই হামলা। তবে পর্যটনমন্ত্রী গৌতম দেবের দাবি, ঘটনার সঙ্গে শাসক দলের কোনও যোগ নেই।
[এবার যৌন নিগ্রহের শিকার ছাত্র, উত্তাল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়]
পাহাড়ের আঁচ ২৪ ঘণ্টা আগে একপ্রস্থ পেয়েছিলেন। বুধবার দু’জায়গায় বিক্ষোভে আটকে পড়েছিলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সব কিছু ছাপিয়ে গেল। দার্জিলিংয়ের জিডিএনএস ভবনে তাঁর সভা ছিল। বিজেপি রাজ্য সভাপতি মঞ্চ ওঠার পর পরিস্থিতি ঘোরাল হতে থাকে। নিজেদের বিনয় তামাং অনুগামী দাবি করে, বেশ কয়েকজন বিক্ষোভ দেখাতে থাকেন। শুরু হয় গো-ব্যাক স্লোগান। বিজেপি সভাপতি ও নেতাদের কালো পতাকা দেখানো হয়। বিক্ষুব্ধদের রণং দেহি মেজাজ দেখে সভা বন্ধ রেখে বেরিয়ে আসেন দিলীপ ঘোষ। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তখনই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। আচমকা দিলীপ ঘোষ এবং তাঁর অনুগামীদের ওপর ঝাঁপিয়ে পড়েন বিনয় তামাং পন্থীরা। লাথি, কিল, ঘুষি পড়তে থাকে বিজেপি রাজ্য সভাপতির অনুগামীদের উপর। নিগৃহীত হন দিলীপ ঘোষ। কোনওরকমে দার্জিলিং সদর থানায় ঢুকে পিঠ বাঁচান দিলীপ ঘোষ ও তাঁর সঙ্গীরা। নজিরবিহীন এই ঘটনায় তৃণমূলের হাত দেখছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, শাসক দলের মদতে বিনয় তামাংপন্থীরা হামলা চালায়। কোনও পুলিশি নিরাপত্তা ছিল না। দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি জানানোর কথা বলেছেন দিলীপ ঘোষ। দার্জিলিং সদর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
[পাহাড়ের নেতা বিমল গুরুং, দিলীপের মন্তব্যে তুঙ্গে বিতর্ক]
বিজেপির অভিযোগের অবশ্য দ্রুত জবাব দিয়েছে শাসক দল। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি রাজ্যে অশান্তি জিইয়ে রাখতে চায়। অশান্তি পাকাতে পাহাড়ে গিয়েছেন বিজেপির দল। দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেবের বক্তব্য, পাহাড়ের পরিস্থিতি উত্তপ্ত করতে ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি। তাদের নেতারা প্ররোচনামূলক মন্তব্য করছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি করেছেন গৌতম দেব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.