রাজা দাস, বালুরঘাট: দিন কয়েক আগেই দলের জেলা সভাপতিকে প্রার্থী করার দাবি তুলেছিলেন তৃণমূল কর্মীদের একাংশ। আর এবার প্রার্থী তালিকা ঘোষণার আগে জেলা সভাপতির নামে দেওয়াল লিখে ফেললেন বিজেপি কর্মীরা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। ঘণ্টা খানেকের মধ্যে আবার দেওয়াল লিখনটি মুছেও ফেলা হয়।
[বাঁকুড়ায় ভোটের মুখে ফের আটক বিস্ফোরক বোঝাই লরি, গ্রেপ্তার চালক]
লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার একদিন পরেই রাজ্যের ৪২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। প্রচারেও নেমেছে পড়েছেন শাসকদলের প্রার্থীরা। দীর্ঘ আলাপ-আলোচনার পর ২৫টি আসনে প্রার্থী দিয়েছে বামেরাও। কিন্তু, এ রাজ্যে লোকসভা ভোটে প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত করতে পারেনি বিজেপি। উলটে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্বীকার করে নিয়েছেন যে, সংসদে প্রতিনিধিত্ব করার মতো তেমন প্রার্থী তাদের কাছে নেই। এই যখন পরিস্থিতি, তখন বিজেপির জেলা সভাপতির সমর্থনে দেওয়াল লিখনকে ঘিরে বিতর্ক তৈরি হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে।
শনিবার সকালে বালুরঘাট শহরের সরকারি বাস স্ট্যান্ড লাগোয়া যুবশ্রী মোড়ে ‘বিজেপি প্রার্থী’ শুভেন্দু সরকারের সমর্থনে দেওয়া লিখন দেখতে পাওয়া যায়। শুভেন্দু সরকার বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি। প্রার্থী ঘোষণার আগেই গেরুয়া শিবিরের দেওয়াল লিখনে শোরগোল পড়ে যায় শহরে। পরিস্থিতি বেগতিক বুঝে ঘণ্টা খানেকের মধ্যে দেওয়া লিখনটি মুখেও ফেলা হয়। বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকারের বক্তব্য, চক্রান্ত করে কেউ এমন কাজ করেছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বিষয়টি দলের রাজ্য নেতৃত্বকে জানানো হবে।
[ ভোটের আগেই পাহাড়ে বিমল গুরুংকে ফেরানোর চেষ্টা বিজেপির]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.