Advertisement
Advertisement

Breaking News

মনোনয়নে বাধা দেওয়ার মাশুল, তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে বিজেপির হামলা

গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি ৪ জন।

bjp attack on trinamool leader workers house
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 24, 2018 6:19 pm
  • Updated:April 24, 2018 6:19 pm  

রাজা দাস, বালুরঘাট: বাড়ি-ঘর, দোকান-পাট ভাঙচুর-সহ তৃণমূল নেতা-কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল বাম ও বিজেপির বিরুদ্ধে৷ বিরোধী শিবিরের মারে গুরুতর আহত কুশমণ্ডি ব্লক তৃণমূলের কার্যকারী সভাপতি রীতেশ জোয়াদ্দার-সহ মোট চার জন গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন৷  মনোনয়ন জমাকে কেন্দ্র করে শুরু অশান্তি মঙ্গলবারেও অব্যাহত কুশমণ্ডিতে৷ সোমবার মনোনয়নকে ঘিরে তৃণমূলের পাল্টা দিতেই এদিন বিরোধীদের এই হামলা বলে মনে করছে রাজনৈতিক মহল৷

মনোনয়ন জমাকে কেন্দ্র করে কুশমণ্ডিতে শুরু হওয়া অশান্তির রেষ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের উপর গিয়ে পড়ে৷ সোমবার রাতেই কুশমণ্ডি ব্লক তৃণমূলের কার্যকারী সভাপতি রীতেশ জোয়াদ্দারের বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী৷ বেধড়ক মারধর করা হয় ওই তৃণমূল নেতাকে৷ সকালে কুশমণ্ডি থানার মহিপাল বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বসাকের দোকান ভাঙচুর করা হয়৷ সেখানে মারধর করা হয় কৃষ্ণ বসাক-সহ জনা ছয়েক তৃণমূল কর্মীকে৷ মাথা ও শিরদাঁড়ায় জোড় আঘাত নিয়ে রীতেশ জোয়াদ্দার-সহ মোট চার জন গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন৷ বাম, বিজেপি, কংগ্রেস একত্রিত হয়ে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের৷ এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে সকাল থেকেই৷

Advertisement

স্থানীয় তৃণমূল নেতা শুভ্রজ্যোতি বিশ্বাস জানান, সোমবার বাম বিধায়ক নর্মদা রায়ের নেতৃত্বে তাঁদের প্রার্থীরা মনোনয়ন দিতে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সম্পর্কে কটূক্তি করেছিল৷ তৃণমূলের নেতৃত্ব তাঁদের সরিয়ে দেয়৷ সেই রোষে বাম, বিজেপি-সহ সমস্ত বিরোধী দল এক হয়ে এই হামলা চালিয়েছে৷ হামলাকারীরা সকলে দা-কুড়ুল নিয়ে এসেছিল৷ তৃণমূল অশান্তি চায় না বলেই থেমে রয়েছে৷ তারা পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখছে৷ তবে, বিরোধীরা নিজেদের ভাবমূর্তি এই রকম রাখলে তৃণমূলও রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন ওই নেতা৷

দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শুভেন্দু সরকার জানান, কুশমণ্ডিতে তৃণমূল নিজেদের বিরুদ্ধেই প্রার্থী দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে৷ তাঁদের এক গোষ্ঠীর অন্য গোষ্ঠীর উপর হামলা চালিয়েছে৷ এখন মুখরক্ষার জন্য তারা বিরোধীদের নামে অপপ্রচার চালাচ্ছে৷ সোমবার মনোনয়ন জমাকে কেন্দ্র করে দুষ্কৃতীদের হাতে কুশমণ্ডির বাম বিধায়ক নর্মদা রায়-সহ বেশ কয়েকজন প্রার্থী আক্রান্ত হয় বলে অভিযোগ ওঠে। মাথা ও শরীরে গুরুতর চোট অবস্থায় ওই বিধায়ককে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও পরে স্থানান্তরিত করা হয়েছে৷ নিরাপত্তার নামে পুলিশ ডেকে নিয়ে গিয়েই  দুষ্কৃতীদের দ্বারা হামলা করিয়েছে বলেই অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে কুশমণ্ডি থানা ঘেরাও বিক্ষোভ দেখায় বামেরা৷ পাশাপাশি এদিন কুশমণ্ডিতে মনোনয়ন জমা দিতে গিয়ে বিজেপিকে বাধার মুখে পড়তে হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement