Advertisement
Advertisement

Breaking News

BJP

অনুব্রতর গ্রেপ্তারির পর উচ্ছ্বাস বিজেপির, বাঁকুড়ায় গুড়-বাতাসা দিয়ে চলল গো-সেবা!

বিকনা গ্রাম পঞ্চায়েতের কেশিয়াকোলের গোশালার ভিডিওটি দেখেছেন?

BJP Yuva Morcha expresses happiness after Anubrata Mondal arrested by feeding cows in Bankura | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 11, 2022 9:41 pm
  • Updated:August 11, 2022 9:49 pm  

টিটুন মল্লিক,বাঁকুড়া: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) গ্রেপ্তারির উচ্ছ্বাসে অভিনব সেলিব্রেশন বাঁকুড়ার বিজেপি নেতৃত্বের। গুড়-বাতাসা দিয়ে গো সেবায় নামল বিজেপি যুব মোর্চা (BJP Yuva Morcha)! বিজেপির এহেন কর্মসূচি এ রাজ্যে গো-রাজনীতির আমদানির চেষ্টা বলে মনে করছে বিরোধী শিবির। যুব মোর্চার এই গো-সেবা মজার উদ্রেক করলেও সমালোচনা চলছে সমানতালে।

Advertisement

বৃহস্পতিবার গরুপাচার মামলায় বীরভূম (Birbhum) জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরেই বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার ২ নম্বর মণ্ডলের কর্মী-সমর্থকরা হাতে গুড়-বাতাসা আর নকুলদানা নিয়ে হাজির হয়ে যান বাঁকুড়া সদর শহরের বিকনা গ্রাম পঞ্চায়েতের কেশিয়াকোল গোশালায়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেখা গেল বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি কৌশিক পাঠককে।

[আরও পড়ুন: মেসের খাবার কুকুরেরও অযোগ্য, বিস্ফোরক উত্তরপ্রদেশের পুলিশকর্মী, অস্বস্তিতে যোগী]

তাঁর কথায়, “বুড়ো হোক বা জোয়ান, গরু মাত্রই লাখ টাকা। দুধ থেকে গোমূত্র  – সব কিছুই অমৃত সমান। সেই গরু হত্যার জন্য পাচার করে কয়েক হাজার টাকার মালিক হয়েছেন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। তাঁর গ্রেপ্তারির পর এই গো-মাতারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সেই কারণেই অনুব্রতবাবুর কথামতোই এদিন এই গবাদি পশুগুলিকে গুড়-বাতাসা খাইয়েছি আমরা।”

[আরও পড়ুন: উদয়পুর হিংসায় খুন হওয়া দরজির দোকানের কাছে মহরমের তাজিয়ায় আগুন, নেভাল হিন্দু পরিবার]

তবে এর পেছনে অবশ্য রাজনীতির যোগ অস্বীকার করছেন সংগঠনের সদস্যরা। তবে বিজেপির এহেন কর্মকাণ্ডের পর ঘাসফুল শিবির বলছে, রাজ্যে সাম্প্রদায়িক তাস খেলে পায়ের তলার জমি শক্ত করতে ব্যর্থ হয়েছে বিজেপি। এবার ঘুরপথে গো-রাজনীতির আমদানি করতে চাইছে তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement