Advertisement
Advertisement
BJP

আক্রমণের ঝাঁজ আরও বাড়াচ্ছে বিজেপি, সোমবার উত্তরকন্যা অভিযানে দলের যুব মোর্চা

বিজেপির যুব মোর্চার অভিযান ঘিরে ফের তুমুল অশান্তির আশঙ্কা।

BJP Yuva Morcha calls for Uttarkanya Abhijaan on December 7| Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 6, 2020 8:45 pm
  • Updated:December 6, 2020 8:51 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: নবান্ন (Nabanna) অভিযানের মাস দুয়েকও কাটেনি। বিজেপি (BJP) যুব মোর্চার সেই অভিযান ঘিরে কম ধুন্ধুমার পরিস্থিতি হয়নি নবান্ন লাগোয়া হাওড়া, কলকাতায়। তারই মধ্যে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে ফের রাজ্যের আরেক প্রশাসনিক ভবন উত্তরকন্যা অভিযানের (Uttarkanya Abhijaan) ডাক দিল বিজেপি যুব মোর্চা। এবারের পরিকল্পনা আরও জোরদার। সোমবার, ৭ তারিখ কার্যত দু’দিক থেকে উত্তরকন্যা ঘিরে ফেলা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে গেরুয়া শিবিরের যুব সংগঠন।

উত্তরবঙ্গের প্রশাসনিক কাজকর্ম আরও ভালভাবে পরিচালনা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় আসার পর শিলিগুড়িতে তৈরি করেছেন সচিবালয় – উত্তরকন্যা। তিনি উত্তরবঙ্গ সফরে গেলে সেখান থেকেই কাজকর্ম চালান, প্রশাসনিক বৈঠক, সাংবাদিক সম্মেলন করেন। এবারের উত্তরের সেই সচিবালয় অভিযানের ডাক দিল বিজেপি যুব মোর্চা। এদিন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কর্মসূচির কথা জানালেন দলের মিডিয়া ইনচার্জ সপ্তর্ষি চৌধুরী। কর্মসূচি অনুযায়ী –

Advertisement
  • আগামী ৭ ডিসেম্বর উত্তরকন্যা অভিযান বিজেপি যুব মোর্চার
  • সকাল ১১ টা – শিলিগুড়ির জলপাইন মোড়ের মিছিলে নেতৃত্ব দেবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, পশ্চিমবঙ্গে যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ। থাকবেন সায়ন্তন বসু, রথীন্দ্র বসুও। মিছিল এগোবে উত্তরকন্যার দিকে।
  • একই সময়ে জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে মিছিল বেরবে। তাতে নেতৃত্ব দেবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, অরবিন্দ মেনন, শঙ্কুদেব পান্ডা। 

[আরও পড়ুন: মেদিনীপুর পৌঁছলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুর গড়ে সোমবার মমতার সভায় নজর রাজনৈতিক মহলের]

অক্টোবরের ৮ তারিখ রাজ্যের রাজনৈতিক হিংসার বাড়বাড়ন্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি-সহ একাধিক অভিযোগে নবান্ন অভিযান করেছিল বিজেপি যুব মোর্চা। মিছিল অস্ত্র-সহ এক কর্মীর গ্রেপ্তারি থেকে শুরু করে বিক্ষোভ দমনে পুলিশের ছোঁড়া জলকামানের জলে রাসায়নিক থাকার অভিযোগ – এমন নানাবিধ অশান্তিতে তুলকালাম হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশি বাধার কাছে সেবার কার্যত পিছু হঠেছিলেন মিছিলে অংশগ্রহণকারীরা। কিন্তু এবার দু’দিক থেকে উত্তরকন্যা ঘিরে আরও বড় অভিযানের পরিকল্পনা করেছে যুব মোর্চা, এমনই ধারণা বিশেষজ্ঞদের একাংশের। 

[আরও পড়ুন: দলীয় কোন্দলের মুখে মহুয়া মৈত্র, মেজাজ হারিয়ে কর্মীদের গালিগালাজ করলেন তৃণমূল সাংসদ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement