রূপায়ণ গঙ্গোপাধ্যায়: নবান্ন (Nabanna) অভিযানের মাস দুয়েকও কাটেনি। বিজেপি (BJP) যুব মোর্চার সেই অভিযান ঘিরে কম ধুন্ধুমার পরিস্থিতি হয়নি নবান্ন লাগোয়া হাওড়া, কলকাতায়। তারই মধ্যে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে ফের রাজ্যের আরেক প্রশাসনিক ভবন উত্তরকন্যা অভিযানের (Uttarkanya Abhijaan) ডাক দিল বিজেপি যুব মোর্চা। এবারের পরিকল্পনা আরও জোরদার। সোমবার, ৭ তারিখ কার্যত দু’দিক থেকে উত্তরকন্যা ঘিরে ফেলা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে গেরুয়া শিবিরের যুব সংগঠন।
উত্তরবঙ্গের প্রশাসনিক কাজকর্ম আরও ভালভাবে পরিচালনা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় আসার পর শিলিগুড়িতে তৈরি করেছেন সচিবালয় – উত্তরকন্যা। তিনি উত্তরবঙ্গ সফরে গেলে সেখান থেকেই কাজকর্ম চালান, প্রশাসনিক বৈঠক, সাংবাদিক সম্মেলন করেন। এবারের উত্তরের সেই সচিবালয় অভিযানের ডাক দিল বিজেপি যুব মোর্চা। এদিন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কর্মসূচির কথা জানালেন দলের মিডিয়া ইনচার্জ সপ্তর্ষি চৌধুরী। কর্মসূচি অনুযায়ী –
অক্টোবরের ৮ তারিখ রাজ্যের রাজনৈতিক হিংসার বাড়বাড়ন্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি-সহ একাধিক অভিযোগে নবান্ন অভিযান করেছিল বিজেপি যুব মোর্চা। মিছিল অস্ত্র-সহ এক কর্মীর গ্রেপ্তারি থেকে শুরু করে বিক্ষোভ দমনে পুলিশের ছোঁড়া জলকামানের জলে রাসায়নিক থাকার অভিযোগ – এমন নানাবিধ অশান্তিতে তুলকালাম হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশি বাধার কাছে সেবার কার্যত পিছু হঠেছিলেন মিছিলে অংশগ্রহণকারীরা। কিন্তু এবার দু’দিক থেকে উত্তরকন্যা ঘিরে আরও বড় অভিযানের পরিকল্পনা করেছে যুব মোর্চা, এমনই ধারণা বিশেষজ্ঞদের একাংশের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.