ধীমান রায়, কাটোয়া: ভোটের পর বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। বেশ কয়েকটি বাড়িতে আবার ভাঙচুরও চলেছে। এমনকী, কটুক্তি করা হয়েছে মহিলাদেরও। এমনই অভিযোগে সরগরম পূর্ব বর্ধমানে আউশগ্রাম। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে আউশগ্রাম চণ্ডীতলা মোড়ে জমায়েত হন স্থানীয় গৃহবধূরা। পথ অবরোধের পরিকল্পনা ছিল তাঁদের। তবে পুলিশের হস্তক্ষেপে শেষপর্যন্ত আর অবরোধ হয়নি।
চতুর্থ দফায় গত সোমবার ভোটপর্ব মিটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে। এলাকাটি বীরভূমের বোলপুরের লোকসভা কেন্দ্রের অন্তর্গত। মঙ্গলবার, ভোটের পরের দিন, আউশগ্রামের ছোড়া কলোনিতে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। এরপরই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। পুলিশকর্মীদের হেনস্তা ও গাড়িতে ভাঙচুরও চলে বলে অভিযোগ। ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে এফআইআর হয় আউশগ্রাম থানায়। ১০ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে বাকি অভিযুক্তদের ধরতে আউশগ্রামে ছোড়া কলোনিতে অভিযান চালায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামে বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে তল্লাশি হয়। কাউকে না পেয়ে বাড়ি ভাঙচুর চালান পুলিশকর্মীরা। কটুক্তি করা হয় বাড়ির মহিলাদেরও। এদিকে ভোটের পর থেকে আতঙ্কে ছোড়া কলোনি গ্রামে পুরুষরা পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ। আউশগ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর ও মহিলাদের কটুক্তির অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। তাঁর দাবি, কোনও ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যা যা করা দরকার, পুলিশ তাই করেছে। ভোটের পর এখন এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখাটা সবচেয়ে জরুরি বিষয়।
ছবি: জয়ন্ত দাস
[জোটেনি চাকরি, অভিষেকের সভায় ব়্যাফের নকল উর্দি পরে গ্রেপ্তার যুবক ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.