Advertisement
Advertisement

Breaking News

Hiran Chatterjee

তৃণমূলের পার্টি অফিসে হিরণের ছবি ‘ভুয়ো’, ‘নতুন’ ছবি পোস্ট করে দাবি বিধায়ক ঘনিষ্ঠদের

বিজেপির পোস্ট করা ছবি ভুয়ো বলে দাবি তৃণমূলের।

BJP workers post new image of Hiran, alleges TMC circulating fake pictures | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 22, 2023 5:15 pm
  • Updated:January 22, 2023 5:22 pm  

অংশুপ্রতিম পাল, খড়গপুর: অজিত মাইতির সঙ্গে হিরণের (Hiran Chatterjee) ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। গুঞ্জন ছড়িয়েছিল, শীঘ্রই তৃণমূলে যোগ দেবেন বিজেপি বিধায়ক। এই নিয়ে আলোচনার মাঝেই প্রকাশ্যে নতুন ছবি। বিধায়কের ফ্যান ক্লাবের তরফে ছবি পোস্ট করে দাবি করা হয়েছে, অজিত মাইতির সঙ্গে হিরণের যে ছবি প্রকাশ্যে এসেছে তা ভুয়ো।

বিষয়টা ঠিক কী? খড়গপুরের বিধায়ক হিরণ এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দ্বন্দ্ব কারও অজানা নয়। কোনও দলীয় অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় না তাঁদের। দিলীপ ঘোষ কোনও বৈঠকে তাঁকে ডাকার প্রয়োজনীয়তা মনে করেন না বলেই অভিযোগ হিরণের। এসবের মাঝে সম্প্রতি প্রকাশ্যে আসে হিরণ চট্টোপাধ্যায় এবং অজিত মাইতির একসঙ্গে ছবি। দেখা যায়, তৃণমূলের লোগো লাগানো ব্যাকড্রপ। তার ঠিক সামনে সোফায় বসে রয়েছেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কানে মোবাইল। পাশের সোফায় কিছুটা দূরে মোবাইল হাতে নিয়ে বসে রয়েছেন তৃণমূল নেতা অজিত মাইতি। যদিও ছবির সত্যতা যাচাই করেনি SangbadPratidin.in। এতেই হিরণের দলবদলের জল্পনা উসকে ওঠে। 

Advertisement

[আরও পড়ুন: ‘জেলা পরিষদে নিয়োগ দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতা অজিত মাইতি’, বিস্ফোরক দিলীপ]

এই নিয়ে টানাপোড়েনের মাঝে শনিবার গভীর রাতে হিরণ ফ্যান ক্লাবের তরফে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে একটি সোফায় বসে রয়েছেন হিরণ। কানে ফোন। যেভাবে তৃণমূল নেতা অজিত মাইতির সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছিল হিরণকে, ঠিক একই পোজ। দাবি করা হয়, এই ছবিটিই আসল। টেকনোলজির মাধ্যমে ছবিটিতে জোড়া হয়েছে অজিত মাইতি ও তৃণমূলের ব্যাকড্রপ। যদিও বিজেপির পোস্ট করা ছবির সত্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। এ বিষয়ে হিরণ ঘনিষ্ঠ বিজেপি নেতা কুন্তল চাকলাদার বলেন, “তৃণমূল ইচ্ছাকৃত অনেক কিছু রটাচ্ছে। হিরণ বিজেপিতে ছিলেন, সেখানেই থাকবেন।” যদিও ফ্যান ক্লাবের তরফে পোস্ট করা ছবিটি ভুয়ো বলে দাবি তৃণমূল নেতা অজিত মাইতির। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement