Advertisement
Advertisement

Breaking News

প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল, দিলীপ ঘোষের সভায় বিজেপি কর্মীদের হাতাহাতি

বসিরহাটে মুখ পুড়ল গেরুয়াশিবিরের।

BJP workers clash with each-other in party meeting at Basirhat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2017 10:08 am
  • Updated:September 19, 2019 2:11 pm  

তপন বন্দ্যোপাধ্যায়, বসিরহাট: ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। বসিরহাটে খোদ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা চলাকালীন বিবাদে জড়িয়ে পড়লেন বিজেপি দুই গোষ্ঠীর সদস্যরা। চলল হাতাহাতি, মারধর। ঘটনায় বেজায় অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব।

[সম্পত্তির লোভে বৃদ্ধা মা-কে পেটাল শিক্ষক ছেলে]

Advertisement

শুক্রবার দুপুরে বসিরহাটে মৈত্রবাগান এলাকায় বাড়ি ভাড়া করে কর্মিসভার আয়োজন করেছিল উত্তর ২৪ পরগনা জেলা বিজেপি নেতৃত্ব। কর্মিসভায় হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কর্মিসভায় যখন দলের রাজ্য সভাপতি বক্তব্য রাখছিলেন, তখন বাড়ির বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপির দুই গোষ্ঠীর সদস্যরা। শুরু হয় মারধর। স্থানীয় নেতারা কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু, কেন এমন ঘটনা ঘটল?  প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতিতে নাম জড়িয়েছে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিকাশ সিংয়ের। অভিযোগ, সরকারি প্রকল্পের বাড়ি পাইয়ে দেওয়ার নামে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন তিনি। কিন্তু, বাড়ি পাননি কেউ-ই। ঘটনায় বিজেপি সভাপতি বিকাশ সিংয়ের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু, দলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সূত্রের খবর, দুর্নীতিতে অভিযুক্ত বিকাশ সিংয়ের বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষুদ্ধ বিজেপি কর্মীদের একাংশ। শুক্রবার কর্মিসভায় এই নিয়েই বিকাশ সিংয়ের অনুগামীদের সঙ্গে অপর গোষ্ঠীর সদস্যদের হাতাহাতি হয়।

[জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, অচলাবস্থায় ২ শিশুর মৃত্যু বর্ধমান মেডিক্যালে]

খোদ রাজ্য সভাপতির উপস্থিতিতে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে আসায় বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপির উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব। যদিও এই ঘটনায় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

[এক যুগ নিরুদ্দেশ, মায়ের কুশপুতুল দাহ করে শ্রাদ্ধ পরিবারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement