আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে চায়ের দোকানে বিজেপি কর্মীদের উপর হামলা, চলল গুলিও। উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার নিমতায়। অভিযোগের তির তৃণমূলের দিকে। আহত হয়েছেন তিনজন। দোষীদের গ্রেপ্তারের দাবিতে অনেক রাত পর্যন্ত নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা বিধান বিশ্বাস।
ঘড়িতে তখন রাত ন’টা। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে নিমতার দক্ষিণ প্রতাপগড় এলাকার একটি চায়ের দোকানে বসে আড্ডা মারছিলেন স্থানীয় কয়েকজন বিজেপি কর্মীরা। অভিযোগ, আচমকাই লাঠি নিয়ে তাঁদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হামলার নেতৃত্ব দিচ্ছিলেন খোদ তৃণমূল কংগ্রেসের দমদম শহর সভাপতি বিধান বিশ্বাস। আক্রান্ত বিজেপি কর্মীদের দাবি, স্রেফ হামলা বা মারধর করাই নয়, তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি চালানোর ঘটনার অবশ্য কেউ হতাহত হননি। তবে মারের চোটে মাথা ফেটেছে তিনজন বিজেপি কর্মীর। তাঁরা ভরতি কামারহাটি স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনার জেরে রাতে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে নিমতা থানার ঘেরাও করেন বিজেপি কর্মীরা। ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে অনেক রাত পর্যন্ত বিক্ষোভও চলে৷
এদিকে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের দমদম শহর সভাপতি বিধান বিশ্বাস। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূল বা রাজনীতির কোনও সম্পর্ক নেই। রাতে কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া একটি চায়ের দোকানে জড়ো হয়েছিল কয়েকজন দুষ্কৃতী। তাদের মধ্যে গন্ডগোলের কারণে এলাকায় অশান্তি ছড়িয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.