Advertisement
Advertisement
বিজেপি, তৃণমূল

গণনাকেন্দ্রের বাইরে হাতাহাতি-বাইক ভাঙচুর, তৃণমূলকে দুষল বিজেপি

অভিযোগ অস্বীকার ঘাসফুল শিবিরের৷

BJP worker of Balurghat allegedly attacked by some goons
Published by: Sayani Sen
  • Posted:May 23, 2019 6:41 pm
  • Updated:May 23, 2019 6:41 pm

রাজা দাস, বালুরঘাট: বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বালুরঘাট৷ অভিযোগ, গণনাকেন্দ্রের বাইরে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূল৷ ভাঙচুর করা হয় বাইকেও৷ সংঘর্ষের ঘটনায় এক বিজেপি কর্মীর মাথাও ফেটে গিয়েছে৷ যদিও তৃণমূল পদ্ম শিবিরের অভিযোগ অস্বীকার করেছে৷ পালটা বিজেপি কর্মীদের উপর গোষ্ঠীকোন্দলের অভিযোগে সুর চড়িয়েছে ঘাসফুল শিবির৷

[আরও পড়ুন: ৬৭ বছর পর ইতিহাস স্পর্শ, লকেটের হাত ধরে হুগলিতে জিতল শ্যামাপ্রসাদের দল]

বাংলায় পদ্মের রমরমা৷ ঘাসফুল শিবিরকে প্রায় প্রতিটি কেন্দ্রেই টক্কর দিচ্ছে বিজেপি৷ বালুরঘাট লোকসভা কেন্দ্রও তার ব্যতিক্রম নয়৷ তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে টেক্কা দিয়ে প্রাপ্ত ভোটের নিরিখে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে বিজেপির সুকান্ত মজুমদার৷ গণনাকেন্দ্রের বাইরে ভিড় বিজেপি-তৃণমূল উভয়পক্ষের৷ ইতিমধ্যেই আবির খেলায় মেতে উঠেছে গেরুয়া শিবির৷ আর এই উচ্ছ্বাসের মাঝেই তৃণমূল-বিজেপি অশান্তিতে রক্ত ঝরল বালুরঘাটে৷ বিজেপি কর্মীদের অভিযোগ, হারতে পারে এই সত্যি মানতে পারছে না তৃণমূল৷ তাই মাথার ঠিক না রাখতে পেরে তারা বিজেপি কর্মীদের উপর হামলা চালায়৷ বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের৷ ভাঙচুর চালানো হয় তাদের বাইকেও৷ গেরুয়া শিবিরের আরও অভিযোগ, বিজেপি পঞ্চায়েত সদস্য জয় সরকারকে রাস্তায় ফেলে মারধর করা হয়৷ তাঁর মাথাও ফেটে গিয়েছে৷ বর্তমানে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে জয় সরকারকে৷

Advertisement

[ আরও পড়ুন: ‘এ পরাজয় আমার’, হারের দায় নিজের কাঁধেই নিলেন মদন]

দুপক্ষের উত্তেজনা সামাল দিতে আসরে নামে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷ এই ঘটনার পর থেকে বালুরঘাট কলেজের গণনাকেন্দ্রের বাইরের পরিস্থিতি অত্যন্ত থমথমে৷ যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ মানতে নারাজ৷ তাঁদের দাবি, ভোটে ভাল ফল হওয়া শুরু হতে না হতেই বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় সন্ত্রাস শুরু করেছে৷ বেছে বেছে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে৷ এছাড়াও বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে গন্ডগোল করছে গেরুয়া শিবির৷ তারই দায় ঘাসফুল শিবিরের উপর চাপানো হচ্ছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement