Advertisement
Advertisement

Breaking News

BJP

হালিশহরে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে খুন বিজেপি কর্মীকে, কাঠগড়ায় তৃণমূল

বদলার হুঁশিয়ারি স্থানীয় বিজেপি নেতৃত্বের।

BJP worker lynched and murdered at Halisahar, North 24 Parganas, TMC accussed| Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:December 12, 2020 11:45 pm
  • Updated:December 12, 2020 11:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক হিংসায় ফের উত্তপ্ত হয়ে উঠল বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের  (Mukul Roy) এলাকা, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বীজপুর থানা এলাকার হালিশহর। শনিবার ভর সন্ধেবেলা প্রকাশ্য রাস্তায় পিটিয়ে এক বিজেপি (BJP) কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বীজপুর থানার পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

জানা গিয়েছে, শনিবার সন্ধেবেলা হালিশহর এলাকায় ‘গৃহ সম্পর্ক অভিযান’ কর্মসূচিতে শামিল হয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেখানেই ছিলেন সৈকত ভাওয়াল নামে বছর পঁয়ত্রিশের এক যুবক। তিনি বরাবর এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ, কোনও প্ররোচনা ছাডা়ই আচমকা সৈকতের উপর ঝাঁপিয়ে পড়ে জনা কয়েক দুষ্কৃতী। বাইকে এসে তারা সৈকতকে ঘিরে ধরে মারধর করতে শুরু করে। পিটিয়ে মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। 

Advertisement

[আরও পড়ুন: সামান্য স্বস্তি রাজ্যের করোনা গ্রাফে, দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার হার খানিকটা বেশি]

এই ঘটনা দেখে দলের অন্য সদস্যরা ছুটে গিয়ে সৈকতকে কোনওক্রমে উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে সেখানে যান বীজপুরের বিধায়ক, মুকুলুপুত্র শুভ্রাংশু রায়। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তিনি। বিজেপির অভিযোগ, বাইক নিয়ে যারা সৈকতকে ঘিরে ধরেছিল, তারা সকলেই এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত এবং তৃণমূলের (TMC) আশ্রিত। ফলে গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগে ফুঁসছেন বিজেপি নেতা, কর্মীরা। এ নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। রবিবার মৃত সৈকতের ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তবে এলাকায় এখনও জারি চাপা উত্তেজনা।

[আরও পড়ুন: ফের একমঞ্চে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী? বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত দু’জনই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement