Advertisement
Advertisement
বিজেপি

বিজেপি করার অপরাধে দৃষ্টিহীন কৃষকের ফসল নষ্টের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

BJP worker files complaint against TMC leaders for threatening
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 17, 2019 5:56 pm
  • Updated:April 17, 2019 5:56 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ:  বিজেপি করার অপরাধে ক্ষোভের মুখে দৃষ্টিশক্তিহীন এক কৃষক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদা এলাকায়। অভিযোগ,  বিজেপির সক্রিয় কর্মী হওয়ার অপরাধে ওই ব্যক্তির জমির ফসল নষ্ট করে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও, অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

[আরও পড়ুন: ভোটের মুখে তড়িৎ-অর্জুন সাক্ষাৎ, সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন প্রাক্তন সাংসদ]

নির্বাচনের সূচি ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষের অভিযোগ উঠছে। কোথাও আক্রান্ত তৃণমূল কর্মী, কোথাও আবার বিরোধীদের আক্রমণ করার অভিযোগ উঠছে খোদ শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।এই তালিকায় যোগ হল আরও একটি ঘটনা।

Advertisement

এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বনগাঁ। জানা গিয়েছে, বনগাঁর বাগদার পূর্বহুদা গ্রামের বাসিন্দা সাজু তরফদার। দৃষ্টিশক্তিহীন ওই ব্যক্তি পেশায় কৃষক। চলতি মরশুমে প্রায় ছয় বিঘা জমি ভাগে নিয়ে ধান ও তিলের চাষ করেছিলেন তিনি। অভিযোগ, মঙ্গলবার রাতে  ফসল নষ্ট করার জন্য জমিতে কীটনাশক ছড়িয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এর ফলে প্রায় ৮০ হাজার টাকা ক্ষতির মুখে ওই কৃষক। সারা বছরের পরিশ্রমের ফসল নষ্ট হওয়ায় অথৈ জলে পড়েছে ওই কৃষকের পরিবার। ইতিমধ্যেই গোটা ঘটনাটি জানিয়ে বাগদা থানায় অভিযোগ দায়ের করেছে কৃষকের পরিবার।

[আরও পড়ুন: ভোটের প্রচারে সোশ্যাল মিডিয়ায় মিড-ডে মিলের ছবি পোস্ট, বিতর্কে তৃণমূল]

স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তিকে আগেও হুমকির মুখে পড়তে হয়েছে। এমনকী এর আগেও তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষকের স্ত্রী অঞ্জুরা তরফদার। অভিযোগ, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে প্রায়ই তৃণমূলের দুষ্কৃতীদের হুমকির মুখে পড়তে হত তরফদার পরিবারকে। যদিও বাগদার তৃণমূল নেতা পরিতোষ সাহার দাবি, তাদের নামে অপপ্রচার করছেন বিজেপির কর্মীরা। সেইসঙ্গে তিনি বলেন আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। তাই এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement