Advertisement
Advertisement
বিজেপি

আক্রান্ত কামদুনি প্রতিবাদ মঞ্চের সভাপতি, কাঠগড়ায় তৃণমূল

অন্যদিকে, শহর কলকাতার কসবার রাজডাঙায় আক্রান্ত বিজেপি কর্মী।

BJP worker beaten up by TMC goons in North 24 pargana
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 17, 2019 5:15 pm
  • Updated:May 17, 2019 7:27 pm

কলহার মুখোপাধ্যায় ও রুপায়ণ গঙ্গোপাধ্যায়: ফের প্রকাশ্যে এল সংঘর্ষের ছবি। কামদুনিতে আক্রান্ত কামদুনি প্রতিবাদ মঞ্চের সভাপতি ভাস্কর মণ্ডল। তাঁর মাকেও মারধরের অভিযোগ উঠেছে শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বিজেপি কর্মী হওয়ার কারণেই তাঁকে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ ভাস্করের। অন্যদিকে, শহর কলকাতার কসবার রাজডাঙায় আক্রান্ত বিজেপি কর্মী। পৃথক দুটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন:  ‘সহজপাঠের জন্য বিখ্যাত বিদ্যাসাগর’, বেফাঁস মন্তব্যে লোক হাসালেন দিলীপ]

ছ’দফা শেষ। আগামী রবিবার সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট। তার আগে ফের উত্তপ্ত হয়ে উঠল কামদুনি। আক্রান্ত হলেন কামদুনি প্রতিবাদ মঞ্চের সভাপতি ভাস্কর মণ্ডল। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাড়িতে একাই ছিলেন ভাস্করের মা। অভিযোগ, সেই সময় তাঁর বাড়ির বাইরে মদের আসর জমিয়েছিলেন কয়েকজন যুবক। বিষয়টি নজরে পড়তেই ভাস্করের মা তাঁদের ওই জায়গা থেকে সরে যেতে বলেন। অভিযোগ, এরপরই ওই মহিলাকে গালিগালাজ করে অভিযুক্তরা। এরপর ভাস্কর বাড়ি ফিরতেই তাঁর উপর চড়াও হয় মদ্যপ যুবকেরা। অভিযোগ, ভাস্করকে মারধরের পাশাপাশি তাঁর মাকেও আক্রমণ করেন তারা। প্রসঙ্গত, সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন ভাস্কর। তাঁর অভিযোগ, সেই কারণেই তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে আক্রমণ করেছে। ইতিমধ্যেই, রাজারহাট থানায় মৌখিক অভিযোগ জানিয়েছেন ভাস্কর। নিরাপত্তার খাতিরে তাঁর বাড়ির আশেপাশে আনাগোনা করছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: নিজের এলাকায় ঢুকতেই ভোটারদের দেওয়া শর্ত মানতে হচ্ছে তৃণমূল কাউন্সিলরকে!]

অন্যদিকে, কসবায় আক্রান্ত এক বিজেপি কর্মী। অভিযোগ, শুক্রবার সকালে ওই বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।  প্রসঙ্গত, এই প্রথম নয়, ভোট পর্বে রাজ্যের একাধিক জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ছবি প্রকাশ্যে এসেছে। কোথাও শাসকদলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন বিরোধীরা। কোথাও আবার আক্রমণের শিকার শাসকদল। শেষ দফার মুখেও প্রকাশ্যে একই ছবি। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement