অর্ণব দাস, বারাসত: একদিকে ডেঙ্গুর চোখরাঙানি, অন্যদিকে জল যন্ত্রণায় জেরবার গোবরডাঙ্গার বাসিন্দা। বারবার অবিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি। তাই এবার অভিনব কায়দায় প্রতিবাদ করলেন এক বিজেপি কর্মী। রাস্তার নোংরা জলে বসে মগে করে সেই জল গায়ে ঢেলে স্নান করলেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।
উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা পুরসভার দুনম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লি এলাকায় জল জমে রয়েছে। যার জেরে জেরবার অন্তত ৪০টি পরিবার। জল যন্ত্রণায় এলাকা ছাড়া বেশ কিছু পরিবার। ইতিমধ্যে সেখানে সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় অনেকেরই জ্বর হয়েছে। বারবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি। কাউন্সিলর থেকে পুর প্রতিনিধি কারওরই দেখা মিলছে না। এমনকী, মশাদমনের স্প্রেও করা হচ্ছে না। তাই এদিন স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধি হিসেবে প্রতিবাদের অভিনব পথ বেছে নিলেন গত পুর ভোটে পরাজিত বিজেপি প্রার্থী রীপন কুমার। নোংরা জলে স্নান করলেন তিনি।
ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিলর বাবু দাস জানিয়েছেন, এলাকায় প্রোমোটার রাজ বেড়েছে। জমি ভরাট হচ্ছে। ফলে এই জলমগ্ন পরিস্থিতি তৈরি হচ্ছে। একই অভিযোগ বিজেপির স্থানীয় নেতৃত্বেরও। যদিও পুরসভার পুরপ্রধান শংকর দত্ত জানান,”অপরিকল্পিত পয়ঃপ্রণালি ব্যবস্থা। বিজেপির লোক দেখানো নোংরা রাজনীতি করছে। নাটক করছে। সেইসব দেখার সময় আমাদের নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.