Advertisement
Advertisement

Breaking News

বিজেপি

অস্ত্র-সহ গ্রেপ্তার বিজেপি কর্মী, আদালতে পুলিশকে ঘিরে বিক্ষোভ বনগাঁয়

এসডিপিও-এর দপ্তরে স্মারকলিপি পেশ করেন তাঁরা।

BJP worker arrested under arms act, party cries conspiracy
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 29, 2019 7:39 pm
  • Updated:June 30, 2019 1:50 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: অস্ত্র-সহ যুবককে গ্রেপ্তারের ঘটনায় শনিবার সকাল থেকেই উত্তপ্ত বনগাঁ আদালত চত্বর। অস্ত্র আইনে ধৃত বিজেপি কর্মীকে আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীদের হটিয়ে অভিযুক্তকে নিয়ে আদালতে হাজির হয় পুলিশ। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, গেরুয়া শিবিরের সক্রিয় কর্মী হওয়ার কারণেই শুক্রবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনার প্রতিবাদে শনিবার সকালে এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। 

[আরও পড়ুন: স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে সাফাইকর্মীরা, জমছে আবর্জনা]

পুলিশ সূত্রে খবর, শুক্রবার স্থানীয় মণ্ডলপাড়া এলাকা থেকে অস্ত্র সমেত গ্রেপ্তার করা হয় সজল ভট্টাচার্যকে। পরে শনিবার সকালে বনগাঁ আদালতে নিয়ে যাওয়া হয় সজলকে। আদালতে ঢোকার মুখে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মীরা। ঘটনার প্রতিবাদে শনিবার এসপি-এর দপ্তরের বাইরেও বিক্ষোভ দেখান তাঁরা। পেশ করেন স্মারকলিপি। যদিও বিজেপি নেতৃত্বের অভিযোগ, শুক্রবার বিকেলে পুলিশ ডেকে পাঠিয়েছিলেন চাঁপাবেড়িয়ার বাসিন্দা সজল ভট্টাচার্যকে। এরপর তাঁকে পাঠানো হয় গাইঘাটা থানায়। গাইঘাটা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

Advertisement

ধৃতের স্ত্রীর অভিযোগ, বিজেপির সক্রিয় কর্মী হওয়ার কারণেই মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে সজলকে। একই দাবি করেছেন বনগাঁ বিজেপির জেলা সহ-সভাপতি। তাঁর অভিযোগ, “বনগাঁর এসডিপিও তৃণমূলের দালাল হয়ে গিয়েছেন। তাই শাসকদলের নির্দেশে একের পর এক বিজেপি কর্মীদের আক্রমণ করছেন।” যদিও পুলিশের অভিযোগ, একাধিক বেআইনি কাজ কর্মের সঙ্গে জড়িত ধৃত যুবক। 

[আরও পড়ুন: জিনস, টি-শার্ট পরা নিয়ে আপত্তি, ফতোয়া অগ্রাহ্য করে শ্বশুরবাড়িতে ‘খুন’ নববধূ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement