Advertisement
Advertisement
BJP worker allegedly attacked by TMC

বিজেপি কর্মীদের উপর ‘হামলা’ তৃণমূলের, ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত চন্দ্রকোণা

তৃণমূল হামলার অভিযোগ পুরোপুরি নস্যাৎ করেছে।

BJP worker allegedly attacked by TMC in Chandrakona ।Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:January 10, 2021 10:02 am
  • Updated:January 10, 2021 10:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা (Chandrakona)। বিজেপির দাবি, তৃণমূল কর্মী-সমর্থকদের হামলা জখম হয়েছেন তাদের দলের চার জন। তার মধ্যে আবার একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি। যদিও তৃণমূল হামলার অভিযোগ পুরোপুরি নস্যাৎ করেছে। এই ঘটনাকে বিজেপির অন্তর্দ্বন্দ্ব হিসাবেই দেখছে ঘাসফুল শিবির।

বিধানসভা নির্বাচন (Assembly Election 2021) শিয়রে। তাই তার আগে কোমর বেঁধে চলছে সংগঠনকে মজবুত করার কাজ। লেগেই রয়েছে মিটিং, মিছিল-সহ নানা ধরনের কর্মসূচি। শনিবার রাতেও চন্দ্রকোণায় দলীয় কর্মসূচি ছিল বিজেপির। তা সেরে ফেরার পথেই বিপত্তি। গেরুয়া শিবিরের অভিযোগ, বেশ কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক তাদের উপর হামলা চালায়। বাঁশ, লাঠি সকলের হাতে ছিল বলেও অভিযোগ। এই ঘটনায় চার জন বিজেপি কর্মী-সমর্থক জখম হয়েছেন বলেই দাবি। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: হাথরাস প্রসঙ্গে রাম-সীতার কাহিনির উল্লেখ! কল্যাণের বেফাঁস মন্তব্যের তীব্র নিন্দা বিজেপির]

এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক আকচাআকচি। অভিযোগ-পালটা অভিযোগে সরগরম চন্দ্রকোণার রাজনৈতিক আঙিনা। বিজেপির (BJP) দাবি, তৃণমূল কর্মী-সমর্থকরা পরিকল্পনামাফিক তাঁদের মনোবল ভাঙতে হামলা চালিয়েছে। যদিও তৃণমূল সে দাবি মানতে নারাজ। তাদের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে ভোটের আগে ঘাসফুল শিবিরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আদতে এই ঘটনা বিজেপির প্রাক্তন এবং নব্য গোষ্ঠীর ঝামেলা ছাড়া কিছু নয় বলেই দাবি তৃণমূলের। অভিযোগ সত্যি প্রমাণ করতে পারলে বিজেপি কর্মী-সমর্থকদের থানায় যাওয়ার কথা বলেছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল (TMC) সভাপতি অজিত মাইতি। এই ঘটনার পর থেকে স্বাভাবিকভাবেই থমথমে চন্দ্রকোণা। নতুন করে যাতে কোনও অশান্তির পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর রেখেছে পুলিশ।

[আরও পড়ুন: অমানবিক!‌ হাত–পা বেঁধে রোগীর চিকিৎসা ‌বেসরকারি হাসপাতালে, শরীরে একাধিক জায়গায় ক্ষত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement