Advertisement
Advertisement
Jagannath Sarkar

কেন্দ্র বদলেই হার দিলীপের? এবার বেসুরো রানাঘাটের জয়ী প্রার্থী জগন্নাথ

এর আগে বিষ্ণুপুরের জয়ী প্রার্থী সৌমিত্র খাঁ-ও দিলীপের কেন্দ্র বদল নিয়ে বিস্ফোরক দাবি করেন।

BJP wining candidate Jagannath Sarkar opens up about party decision
Published by: Sayani Sen
  • Posted:June 6, 2024 7:53 pm
  • Updated:June 7, 2024 2:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি বিজেপির। গতবারের তুলনায় কমেছে প্রাপ্ত আসনের সংখ্যা। হেরেছেন দিলীপ ঘোষের মতো তাবড় প্রার্থী। কী কারণে এমন ভরাডুবি গেরুয়া শিবিরের? হারের কারণের খোঁজে ময়নাতদন্তে শুক্রবারই দিল্লিতে বৈঠক। তার আগে বেসুরো বাংলার আরেক জয়ী বিজেপি প্রার্থী। এবার দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন রানাঘাটের জয়ী প্রার্থী জগন্নাথ সরকার(Jagannath Sarkar)।

লোকসভা নির্বাচনের ঠিক আগে দলবদল করেন মুকুটমণি অধিকারী। তাঁকেই রানাঘাটে টিকিট দেয় তৃণমূল। বাংলায় সবুজ ঝড়ের মাঝেও ‘দলবদলু’ মুকুটমণি জিততে পারেননি। সেখানে অব্যাহত গেরুয়া শিবিরের ক্যারিশ্মা। বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। ভোটে জয়ের পর বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে রানাঘাটের জয়ী প্রার্থী বাংলায় দলের ভরাডুবি প্রসঙ্গে মুখ খোলেন। দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্র বদলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন।

Advertisement

জগন্নাথবাবুর মতে, “দিলীপ ঘোষের আসন পরিবর্তন করা ঠিক হয়নি। হঠাৎ করে কোনও প্রার্থীর আসন বদল করা ঠিক নয়।” এখনও যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা রয়েছে, সেকথাও মেনে নেন জগন্নাথ সরকার। তাঁর স্বীকারোক্তি, “কয়েকটি এলাকায় আমরা এখনও শক্তিশালী নই। কাউকে দোষারোপ করব না, মতামত দিতে পারি।”

[আরও পড়ুন: এবার EMI-তে ঘুষ দিন! আজব কাণ্ডে চক্ষু চড়কগাছ দুর্নীতি দমন শাখার]

বলে রাখা ভালো, উনিশের লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে ১৮টি আসন পেয়েছিল বঙ্গ বিজেপি। অথচ সেই দিলীপ ঘোষই কিনা চব্বিশে পরাজিত তৃণমূলের কীর্তি আজাদের কাছে। দিলীপ ঘোষের মতো এহেন লড়াকু সংগঠকের হারের কারণ নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে চলছে জোর চাপানউতোর। সরাসরি কিছু না বললেও, ‘দলীয় অন্তর্ঘাত’কেই খানিকটা দায়ী করেছেন খোদ দিলীপ ঘোষ।

কারণ, ভোটের আগে শোনা গিয়েছিল, দিলীপ ঘোষকে মেদিনীপুরের টিকিট দেওয়া নিয়ে যথেষ্ট আপত্তি ছিল সুকান্ত-শুভেন্দুদের। বার বার দিল্লিতে নাকি তা নিয়ে তদ্বিরও করেছিলেন দুজনে। সে কারণেই নাকি লোকসভা কেন্দ্র বদল হয় দিলীপ ঘোষের। আর তার ফলাফল বিপর্যয়। দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্র বদলের সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে এর আগে প্রশ্ন তোলেন বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-ও।

[আরও পড়ুন: বিমানবন্দরে কঙ্গনাকে ‘চড়’ মহিলা জওয়ানের, কৃষক আন্দোলনকে ‘খলিস্তানি’ বলার জের!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement