Advertisement
Advertisement

Breaking News

বিজেপিকেই প্রধান বিরোধী হতে হবে: সিদ্ধার্থনাথ

বিভিন্ন ইস্যুতে আন্দোলন-কর্মসূচি নিয়ে রাস্তায় থাকতে হবে৷ প্রশিক্ষণ শিবিরে বার্তা সিদ্ধার্থনাথের৷

BJP wants to be main opposition in state
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 28, 2016 2:03 pm
  • Updated:August 28, 2016 2:03 pm  

রূপায়ন গঙ্গোপাধ্যায়, হলদিয়া: বাম-কংগ্রেস নয়, আগামিদিনে রাজ্যে প্রধান বিরোধী দলের ভূমিকা নিতে হবে বিজেপিকেই৷ সেই লক্ষ্যকে সামনে রেখে এখন থেকে বঙ্গ নেতাদের ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা৷

২০১৬ বিধানসভা নির্বাচনে ১০ শতাংশ ভোট এসেছে বিজেপির ঝুলিতে৷ এই মূলধনকে নিয়েই আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সব ভুল ত্রুটি শুধরে এগোতে হবে৷ বিজেপির জাতীয় সচিব সিদ্ধার্থনাথ সিং যেমন বলেছেন বিভিন্ন ইস্যুতে আন্দোলন-কর্মসূচি নিয়ে রাস্তায় থাকতে হবে৷ অন্যদিকে আবার কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ পরামর্শ দিয়েছেন, পার্টিতে পদ বড় কথা নয়৷ দলের প্রত্যেক কার্যকর্তাকে পার্টির কাজে সময় দিতে হবে৷ সঠিক দায়িত্ব পালন করতে হবে৷

Advertisement

শুক্রবার থেকে হলদিয়ায় শুরু হয়েছে রাজ্য বিজেপির প্রশিক্ষণ কর্মশালা৷ একদিকে যেমন পার্টির আদর্শ-ভাবধারায় কর্মীদের গড়ে তুলতে বিভিন্ন বিষয়ের উপর পাঠ দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা৷ অন্যদিকে পার্টির প্রতি নেতাদের দায়বদ্ধতার বিষয়টিও আলোচনার ফাঁকে ফাঁকেই উঠে এসেছে৷

শনিবার প্রশিক্ষণ শিবিরের শুরুতে যোগাসনে শামিল হন সিদ্ধার্থনাথ সিং, শিবপ্রকাশ, রাহুল সিনহা, দিলীপ ঘোষরা৷ এরপরই একেবারে রাত পর্যন্ত চলে রুদ্ধদ্বার প্রশিক্ষণ কর্মশালা৷ বিরোধী হিসাবে রাজ্যে বিজেপির ভূমিকা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে শুক্রবার রাতে সিদ্ধার্থনাথ সিং বলেন, বাম-কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপিকে প্রধান বিরোধী হয়ে উঠতে হবে৷ এদিন অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন রাহুল সিনহা৷ বক্তাদের তালিকায় ছিলেন দিলীপ ঘোষ, মহেশ শর্মা প্রমুখ নেতারা৷ রবিবার কর্মশালায় উপস্থিত থাকবেন কৈলাস বিজয়বর্গীয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement