Advertisement
Advertisement

Breaking News

জ্যোতিপ্রিয় মল্লিক

বাংলাদেশি দুষ্কৃতী দিয়ে খুনের ছক কষছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ জ্যোতিপ্রিয়র

‘নির্বাচনের পর পদ হারাবেন, তাই দড় বাড়াচ্ছেন’, পালটা তোপ দিলীপের।

BJP trying to kill me, hired Bangladeshi killers, alleges Jyotipriyo Mullick
Published by: Tanujit Das
  • Posted:May 8, 2019 4:13 pm
  • Updated:May 8, 2019 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ থেকে সুপারি কিলার এনে, তাঁকে খুনের ছক কষছে গেরুয়া শিবির৷ বিজেপি শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয়, বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং তাঁর বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ ইতিমধ্যে গোবরডাঙা থাকায় অভিযোগও দায়ের করেছেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি৷ যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ উলটে তাঁর কটাক্ষ, ‘নির্বাচনের পর পদ হারাবেন তাই দড় বাড়াচ্ছেন উনি৷’

[ আরও পড়ুন: ফের বন্ধ গোন্দলপাড়া জুট মিল, তৃণমূল নেতাদের বাড়িতে ভাঙচুর শ্রমিকদের ]

Advertisement

খাদ্যমন্ত্রী জানান, রবিবার সন্ধ্যা ৭টা এবং রাত ৮টা বেজে ৫০ মিনিটে তাঁর সহকর্মীর মোবাইলে ফোন আসে। দু’টি আলাদা নম্বর থেকে করা সেই ফোনে ওপারের ব্যক্তি নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেয়৷ এবং জানায় তাঁকে খুন করার জন্য বাংলাদেশ থেকে অপরাধী ভাড়া করেছে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল৷ এখন তারা, দেবদাসেরই গোপন আস্তানায় এরাজ্যে রয়েছে৷ দু’পক্ষের মধ্যে ৩০ লক্ষ টাকার চুক্তি হয়েছে৷ অপরাধীদের ইতিমধ্যে ৫ লক্ষ টাকা অগ্রিমও দিয়েছেন ওই বিজেপি নেতা৷

জানা গিয়েছে, এরপরই গোবরডাঙা থানায় বিষয়টি নিয়ে লিখিতে অভিযোগ দায়ের করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ অভিযোগ পত্রে তিনি নাম উল্লেখ করেন, বিজেপি শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয়, বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং তাঁর বাব মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের৷ দাবি করেন, এরাই পরিকল্পনা করে বাংলাদেশি দুষ্কৃতী দিয়ে তাঁকে খুনের ছক কষছে৷ যদিও মন্ত্রীর অভিযোগকে সম্পূর্ণ ভাবে উড়িয়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

[ আরও পড়ুন: ‘তোতাপাখির ভোঁতা বুলিতে কান দেবেন না’, মোদিকে তোপ মমতার ]

জ্যোতিপ্রিয়কে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘‘জ্যোতিপ্রিয় মল্লিক রাস্তায় দাঁড়িয়ে থাকলেও, তাঁকে কেউ চড় মারবে না৷ নামেই মন্ত্রী রয়েছে৷ ইলেকশনের পর চাকরিটা চলে যাবে৷ দল থেকে ধাক্কা মেরে বের করে দেবে৷ কেউ নেবে না৷ নির্বাচনের পর পদ হারাবেন জেনে, এখন দড় বাড়াচ্ছেন তিনি৷’’ খাদ্যমন্ত্রীকে পালটা কটাক্ষ করেছেন শান্তনু ঠাকুর৷ তিনি জানান ‘‘জ্যোতিপ্রিয় মল্লিককে অবিলম্বে রাঁচির পাগলা গারদে পাঠানো উচিত।’’ অভিযোগের বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘‘বিজেপি এমন জঘন্য, নোংরা রাজনীতি করে না। জ্যোতিপ্রিয় বাবুর মাথার সমস্যা দেখা দিয়েছে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement