সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ থেকে সুপারি কিলার এনে, তাঁকে খুনের ছক কষছে গেরুয়া শিবির৷ বিজেপি শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয়, বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং তাঁর বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ ইতিমধ্যে গোবরডাঙা থাকায় অভিযোগও দায়ের করেছেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি৷ যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ উলটে তাঁর কটাক্ষ, ‘নির্বাচনের পর পদ হারাবেন তাই দড় বাড়াচ্ছেন উনি৷’
[ আরও পড়ুন: ফের বন্ধ গোন্দলপাড়া জুট মিল, তৃণমূল নেতাদের বাড়িতে ভাঙচুর শ্রমিকদের ]
খাদ্যমন্ত্রী জানান, রবিবার সন্ধ্যা ৭টা এবং রাত ৮টা বেজে ৫০ মিনিটে তাঁর সহকর্মীর মোবাইলে ফোন আসে। দু’টি আলাদা নম্বর থেকে করা সেই ফোনে ওপারের ব্যক্তি নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেয়৷ এবং জানায় তাঁকে খুন করার জন্য বাংলাদেশ থেকে অপরাধী ভাড়া করেছে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল৷ এখন তারা, দেবদাসেরই গোপন আস্তানায় এরাজ্যে রয়েছে৷ দু’পক্ষের মধ্যে ৩০ লক্ষ টাকার চুক্তি হয়েছে৷ অপরাধীদের ইতিমধ্যে ৫ লক্ষ টাকা অগ্রিমও দিয়েছেন ওই বিজেপি নেতা৷
জানা গিয়েছে, এরপরই গোবরডাঙা থানায় বিষয়টি নিয়ে লিখিতে অভিযোগ দায়ের করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ অভিযোগ পত্রে তিনি নাম উল্লেখ করেন, বিজেপি শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয়, বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং তাঁর বাব মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের৷ দাবি করেন, এরাই পরিকল্পনা করে বাংলাদেশি দুষ্কৃতী দিয়ে তাঁকে খুনের ছক কষছে৷ যদিও মন্ত্রীর অভিযোগকে সম্পূর্ণ ভাবে উড়িয়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷
[ আরও পড়ুন: ‘তোতাপাখির ভোঁতা বুলিতে কান দেবেন না’, মোদিকে তোপ মমতার ]
জ্যোতিপ্রিয়কে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘‘জ্যোতিপ্রিয় মল্লিক রাস্তায় দাঁড়িয়ে থাকলেও, তাঁকে কেউ চড় মারবে না৷ নামেই মন্ত্রী রয়েছে৷ ইলেকশনের পর চাকরিটা চলে যাবে৷ দল থেকে ধাক্কা মেরে বের করে দেবে৷ কেউ নেবে না৷ নির্বাচনের পর পদ হারাবেন জেনে, এখন দড় বাড়াচ্ছেন তিনি৷’’ খাদ্যমন্ত্রীকে পালটা কটাক্ষ করেছেন শান্তনু ঠাকুর৷ তিনি জানান ‘‘জ্যোতিপ্রিয় মল্লিককে অবিলম্বে রাঁচির পাগলা গারদে পাঠানো উচিত।’’ অভিযোগের বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘‘বিজেপি এমন জঘন্য, নোংরা রাজনীতি করে না। জ্যোতিপ্রিয় বাবুর মাথার সমস্যা দেখা দিয়েছে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.