Advertisement
Advertisement

Breaking News

জয় শ্রীরাম

মুখ্যমন্ত্রীকে ১০ লক্ষ ‘জয় শ্রীরাম’ লেখা পোস্ট কার্ড পাঠানোর হুঁশিয়ারি অর্জুনের

বিজেপি কর্মীদের গ্রেপ্তারির প্রতিবাদে সরব বারাকপুরের সাংসদ৷

BJP to send 10 Lakh 'Jai Shri Ram' post cards to Mamata's house
Published by: Tanujit Das
  • Posted:June 2, 2019 2:07 pm
  • Updated:June 2, 2019 3:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন ‘জয় শ্রীরাম’ স্লোগানকে ঘিরে বিতর্ক তুঙ্গে বঙ্গ রাজনীতিতে, তখনই আরও বড় পরিকল্পনার কথা ঘোষণা করলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ ভাটপাড়া ও নৈহাটিতে যে স্লোগান শুনে গাড়ি থেকে নেমে বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ এবার সেই ‘জয় শ্রীরাম’ লেখা ১০ লক্ষ পোস্ট কার্ড মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পাঠানোর হুঁশিয়ারি দিলেন ভাটপাড়ার বারাকপুরের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা৷

[ আরও পড়ুন: ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনি, আউশগ্রামে মৃত মানসিক ভারসাম্যহীন যুবক]

Advertisement

ব্যারাকপুরের সাংসদ বলেন, “আমরা ঠিক করেছি বিজেপির তরফ থেকে দিদিকে ১০ লক্ষ পোস্ট কার্ড পাঠানো হবে। তার প্রত্যেকটিতে লেখা থাকবে ‘জয় শ্রীরাম’।” বৃহস্পতিবার নৈহাটির ধরনা কর্মসূচিতে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর গাড়ি উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগানে দেন একদল বিজেপি কর্মী-সমর্থক৷ যা শুনে মেজাজ হারিয়ে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে তাঁদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী৷ পুলিশকে নির্দেশ দেন নাকা তল্লাশির৷ কিন্তু তাতেও কোনও কাজ হয় না৷ একই ঘটনা ঘটে এরপরেও৷ নৈহাটিতেও এমন চিত্র ধরা পড়ে৷ দু’জায়গায় মোট তিনবার গাড়ি থামিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ হুঁশিয়ারির সুরে বলেন, “গুন্ডামি এখানে হবে না। বেঁচে আছো আমাদের জন্য। কালকে বলে দিলে এক সেকেন্ডে বেরিয়ে যাবে। কোন দাদা, কোন মস্তান এসে বাঁচায় দেখব।” তাঁকে আরও বলতে শোনা যায়,, “কিছু বলি না বলে পেয়ে বসেছে। গাড়ির উপর হামলা! ক্রিমিনালের দল! মেরে চামড়া গুটিয়ে দেব।” বৃহস্পতিবারের এই ঘটনার পরিপ্রেক্ষিতে দশজনকে গ্রেপ্তারও করে পুলিশ৷

[ আরও পড়ুন: রায়চকে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর, কাঠগড়ায় বিজেপি ]

যার রেশ দেখা যায় শনিবারও৷ এদিন কাঁচরাপাড়ায় বিজেপি সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ তাঁর কনভয় ঘিরে ওঠে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। রণক্ষেত্র হয়ে ওঠে কাঁচরাপাড়া৷ নামে র‍্যাফ। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ লাঠিচার্জ করে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement