ফাইল ছবি
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: আম জনতার মন পেতে পুরুলিয়ায় আলোর উৎসব শেষ হতেই ‘বুথতীর্থ’ যাত্রায় নামছে গেরুয়া শিবির। বিধানসভা ভোটকে মাথায় রেখেই লোকসভা ভোট শেষে বুথের হাওয়া কোন দিকে তা বুঝতে এই কর্মসূচি নিয়েছেন তারা। পুরুলিয়া জেলা বিজেপির এই নিজস্ব কর্মসূচি আগামী মাস থেকেই শুরু হচ্ছে।
কী এই ‘বুথতীর্থ’ যাত্রা? পুরুলিয়া জেলা বিজেপি বলছে, জেলার প্রত্যেকটি বুথই তাদের কাছে তীর্থস্থানের মতো। তাই সেই তীর্থস্থানেই আগামী দু’মাস নিজেদেরকে সঁপে দিতে চায় গেরুয়া বাহিনী। ফলে এই জেলার ২,৪৯৩টি বুথে ‘বুথতীর্থ’ যাত্রার মাধ্যমে সেখানকার মানুষজনের কাছে পৌঁছে যাবেন বিজেপি নেতা–কর্মীরা। বুথস্তরে বৈঠক ডেকে বিজেপি জানতে চাইবে তাদের এলাকায় কী সমস্যা রয়েছে? কোন কাজ করলে এলাকাকে আরও সুন্দর করা যাবে। একেবারে বুথের মানুষের সঙ্গে মিশে গিয়ে তাঁদের মন পড়ে উন্নয়নের কাজে নিজেকে সঁপতে চায় এই গেরুয়া বাহিনী।
ওই ‘বুথতীর্থ’ যাত্রায় উঠে আসা মানুষের সমস্যা তারা নিজেদের পরিচালিত পঞ্চায়েত গুলিতে তুলে ধরে দ্রুত সমাধান করবেন। আর যে পঞ্চায়েতে তাদের ক্ষমতা নেই সেখানে দাবি আকারে পেশ করে আন্দোলনে নামবেন। সেই আন্দোলন আগামী দু’মাস ব্লক থেকে জেলা স্তরেও পৌঁছাবে। বুথ থেকে উঠে আসা দাবিগুলি শাসকদলের পঞ্চায়েত গুলি না মেটালে বা প্রশাসন নজর না দিলে সেগুলিকেই সোশ্যাল সাইটে তুলে ধরে সরকারবিরোধী প্রচারকে আরও তুঙ্গে নিয়ে যাবে বিজেপি।
দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “এই ‘বুথতীর্থ’ কর্মসূচি আমরা নভেম্বর মাস থেকে শুরু করছি। ডিসেম্বর পর্যন্ত আমরা জেলার সব বুথে পৌঁছে যাব। প্রত্যেকটি বুথ আমাদের কাছে তীর্থস্থানের মতো।”
এই ‘বুথতীর্থ’ যাত্রার মাধ্যমে দুটি ফায়দা তুলতে চাইছে গেরুয়া শিবির। একদিকে বুথের মন পড়ে তাদের দাবি গুলি মেটানো। যে এলাকায় দাবি পূরণ হবে না সেখানে প্রশাসন তথা শাসকদলকে দায়ী করে নিজেদের জমিকে আরও মজবুত করা। আগামী নভেম্বর–ডিসেম্বর এই দু’মাস তারা ‘বুথতীর্থ’ যাত্রায় অংশ নেবেন। আর এই কাজের মধ্য দিয়ে খুব সূক্ষ্মভাবে উগ্র হিন্দুত্ববাদকেও যে চুপিসারে তুলে ধরে রাজনৈতিক ফায়দা নেবে সেই বিষয়টিও গেরুয়া শিবির সূত্রে পরিষ্কার ভাবে জানা গিয়েছে।
বুথস্তরের এই কর্মসূচিতে দলের স্থানীয় স্তরের কর্মীরা যেমন থাকবেন তেমনই মণ্ডলস্তর থেকে একজন করে নেতা এই কর্মসূচি পরিচালনা করবেন। থাকবেন জেলা কমিটির সদস্যরাও। ‘বুথতীর্থে’ ভোটগ্রহণ কেন্দ্রে এলাকার মন পড়ে সেই মতো এই জেলায় সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে গেরুয়া বাহিনী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.