Advertisement
Advertisement

যোগীর সভায় গিয়ে নিখোঁজ বিজেপি কর্মী, তদন্তে পুলিশ

অপহরণ করা হয়েছে ওই কর্মী, দাবি গেরুয়া শিবিরের৷

 BJP supporter missing in Purulia
Published by: Tanujit Das
  • Posted:February 6, 2019 1:10 pm
  • Updated:February 6, 2019 1:10 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভা থেকে ফেরার পথে নিখোঁজ এক বিজেপি সমর্থক৷ নিখোঁজ সমর্থকের নাম কার্তিক গড়াই, বাড়ি উরমা এলাকায়৷ তাঁর খোঁজে ইতিমধ্যেই অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করেছে পুরুলিয়ার বলরামপুর থানার পুলিশ৷ বেলগুমা পুলিশ লাইন থেকেও পাঠানো হয়েছে অতিরিক্ত বাহিনী৷ অভিযোগ, দুষ্কৃতীরা এই বিজেপি কর্মীকে অপহরণ করেছে৷ ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে বলেও পুরুলিয়া জেলা বিজেপির তরফে দাবি করা হয়েছে৷

[সামান্য বিবাদের জের, বন্ধুর হাতে গুলিবিদ্ধ ব্যবসায়ী ]

Advertisement

মঙ্গলবার পুরুলিয়ার মফস্বল থানা এলাকার কড়চা গ্রামের নবকুঞ্জ ময়দানে জনসভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ জানা গিয়েছে সেই সভাতে যোগ দিতে মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন কার্তিক গড়াই৷ অন্য বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে তিনি যান ওই সভায়৷ কিন্তু সভা শেষে বাকিরা বাড়ি ফিরে আসেন৷ তবে ফেরেননি কার্তিক গড়াই৷ সন্ধে গড়িয়ে রাত হওয়ার পরেও কার্তিক বাড়ি না ফেরায়, চিন্তিত হয়ে পড়েন তাঁর বাড়ির লোকেরা৷ স্থানীয় বিজেপি নেতৃত্বকে বিষয়টি জানান তাঁরা৷ দ্বারস্থ হন বলরামপুর থানার পুলিশের৷ সেখানে দায়ের করা হয় নিখোঁজ ডায়েরি৷ অভিযোগ করা হয়, দুষ্কৃতীরা কার্তিককে অপহরণ করেছে৷

[পোস্টার হাতে দাঁড়িয়ে মহিলারা, বন্ধ হয়ে গেল সরকার অনুমোদিত মদের দোকান]

পুলিশ সূত্রে খবর, ঘটনার খবর পাওয়ার পর থেকেই তৎপর তারা৷ যেখানে যোগীর সভা হয়েছে সেই অঞ্চল ও তার আশপাশের এলাকায় কার্তিকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ অযোধ্যা পাহাড়ের পাদদেশ ও তৎসংলগ্ন এলাকাতেও তল্লাশি শুরু হয়েছে৷ বেলগুমা পুলিশ লাইন থেকে পাঠানো হয়েছে অতিরিক্ত পুলিশ৷ ঘটনায় এখনও কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়নি৷ তবে জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী অভিযোগ করেছেন, তাঁদের আরেক কর্মী ত্রিলোচন মাহাতকে খুন করেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ কার্তিকের সঙ্গে এমন কিছু হয়েছে নাকি সে বিষয়ে ধন্দে রয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ যদিও বিরোধীদের অভিযোগে আমল দিতে চাননি জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাত৷ তিনি জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে৷ সেই তদন্তেই যা প্রমাণ হওয়ার হয়ে যাবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement