রূপায়ণ গঙ্গোপাধ্যায়: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি শুধুমাত্র সময়ের অপেক্ষা। হুগলির সিঙ্গুরের এক কর্মসূচিতে বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদারের। কেন আচমকা এমন দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি? বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা। এই প্রসঙ্গে বিজেপিকে তোপ তৃণমূলের।
‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে কটাক্ষ করতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “বিজেপিকে নকল করার চেষ্টা করছেন। বিজেপির মতো করে সংগঠন সাজানোর চেষ্টা করছেন। তাঁবু খাটিয়ে কাদের সঙ্গে রাত্রিবেলা কাদের সঙ্গে মিটিং করছেন আমরা সব জানি। আমাদের কাছে সব খবর আসছে। কিন্ত ওইভাবে উনি বাঁচতে পারবেন না। উনি যদি ভেবে থাকেন গ্রেপ্তার হবেন আর লোকেরা রাস্তায় নামবে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি গণ্ডগোল হবে, তবে তা হবে না। গ্রেপ্তার হওয়া শুধু সময়ের অপেক্ষা। যেভাবে ওঁর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা গিয়েছে। মিডিয়া বলছে থাইল্যান্ডে, মালয়েশিয়ায় টাকা গিয়েছে। যদি টাকা গিয়ে থাকে সে তো গ্রেপ্তার হবেই।”
কীভাবে এতটা নিশ্চিত হতে পারছেন সুকান্ত, সেই প্রশ্ন উঠছে। উল্লেখ্য, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জোর করে সারদা মামলায় ধৃতদের দিয়ে তাঁর নাম বলানোর চেষ্টা করে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষও একই কথা বলেন। কেন্দ্রীয় এজেন্সি তাঁকে চাপ দিয়ে অভিষেকের নাম বলানোর চেষ্টা করছে বলেই দাবি করেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল। তবে কি এই অভিযোগই সত্যি? কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যসাধন করার লক্ষ্যে গেরুয়া শিবির, ইতিমধ্যে সেই আলোচনাও শুরু হয়েছে। তৃণমূল সাংসদ শান্তনু সেন এই প্রসঙ্গে বলেন, “অভিষেককে নিয়ে সুকান্তর কথা বলা মানে তা বামনের চাঁদ ধরার চেষ্টার মত। তাই
সুকান্তর কিছু না বলাই ভাল।”
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.