Advertisement
Advertisement

Breaking News

BJP state president Dilip Ghosh Maldah murder case

‘উগ্রপন্থীদের গড় হয়ে যাচ্ছে বাংলা’, মালদহ হত্যাকাণ্ড প্রসঙ্গে তোপ দিলীপের

আরও একবার 'সোনার বাংলা' গড়ার ডাকও দেন বিজেপি রাজ্য সভাপতি।

BJP state president Dilip Ghosh slams Bengal government over Maldah murder case ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 21, 2021 9:55 am
  • Updated:June 21, 2021 10:32 am  

বাবুল হক, মালদহ: দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে মা, বাবা, বোন এবং দিদাকে খুন করে মালদহের কালিয়াচকের আট মাইল এলাকার আসিফ মহম্মদ। নিজেদের হেফাজতে নিয়ে অভিযুক্তকে জেরা করছে পুলিশ। তারই মাঝে হাড়হিম করা এই হত্যাকাণ্ডে এবার লাগল রাজনীতির রং। এই ইস্যুকে হাতিয়ার করে রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

তিনি বলেন, “রাজ্য দিনে দিনে উগ্রপন্থীদের গড় হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করতে পারছে না। তার কারণ ওদের ভোটে ক্ষমতায় তিনি। এ রাজ্যকে আফগান, সিরিয়া বানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।” আরও একবার ‘সোনার বাংলা’ গড়ার ডাকও দেন বিজেপি রাজ্য সভাপতি। বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগেও বিজেপি নেতা-নেত্রীদের মুখে একাধিকবার সোনার বাংলা গড়ার আহ্বান শোনা গিয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া, ব্যাপক বোমাবাজিতে জখম পুলিশকর্মী]

মালদহের (Maldah) কালিয়াচকের আট মাইল এলাকার বেশ বিত্তশালী পরিবারের সন্তান আসিফ মহম্মদ। গত ২৮ ফেব্রুয়ারি ঠান্ডা পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আসিফ তার বাবা, মা, বোন, দিদা এবং দাদাকে অচৈতন্য করে। সুড়ঙ্গপথে গুদামঘরে নিয়ে যাওয়া হয় প্রত্যেককে। সেখানে চৌবাচ্চার জলে ডুবিয়ে দেওয়া হয় তাদের। প্রাণহানি হয় চারজনের। যদিও কোনওক্রমে প্রাণে বাঁচেন আসিফের বাবা। তার ফলে হাড়হিম করা হত্যাকাণ্ডের পর্দাফাঁস। তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। হত্যাকাণ্ডে সপ্তাহখানেক আগে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র দুই বন্ধুর বাড়িতে রেখে আসে আসিফ। পুলিশ ওই দুই বন্ধুকেও গ্রেপ্তার করেছে। মাত্র ১৯ বছর বয়সি আসিফ কীভাবে এই বিপুল পরিমাণ অস্ত্র পেল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। তবে কি এই ঘটনার সঙ্গে জঙ্গিযোগ রয়েছে, তাও ভাবছেন অনেকেই। এদিকে, আসিফের বাড়ি বাড়ি থেকে মাত্র ২০০ মাইলের দূরেই বাস খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত জিয়াউলের। বর্তমানে সে জেলবন্দি। সেই প্রসঙ্গ টেনেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন দিলীপ ঘোষ।

[আরও পড়ুন: ‘উত্তরবঙ্গ ভাগের দাবি শান্তি বিঘ্নিতকারী’, বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে FIR তৃণমূল নেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement