Advertisement
Advertisement

Breaking News

Dilip Ghosh aam admi party

আম আদমি পার্টির পোস্টারে ছয়লাপ মেদিনীপুর, ‘পরিযায়ী পাখি’ কটাক্ষ Dilip Ghosh-এর

আপের দাবি, শুধু মেদিনীপুর নয় প্রায় সর্বত্রই চলছে সদস্য সংগ্রহের কাজ।

BJP state president Dilip Ghosh slams aam admi party । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 26, 2021 1:08 pm
  • Updated:August 27, 2021 11:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই মেদিনীপুর শহরের আনাচে কানাচে দেখা মিলল আম আদমি পার্টির (AAP) পোস্টার। এমনকী বিজেপির কায়দায় ওই পোস্টারের মাধ্যমে চলছে সদস্যের আহ্বানও জানানো হয়েছে। মিসড কলের মাধ্যমে সদস্যপদ গ্রহণের কথা তাতে লেখা রয়েছে। এই পোস্টার নিয়ে সর্বত্র চলছে জোর আলোচনা। এবার মুখ খুললেন বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

AAP
আপের পোস্টারে ছয়লাপ মেদিনীপুর

বিষয়টিকে যদিও শুধুমাত্র আপের বিস্তার হিসাবে দেখছে না বিজেপি (BJP)। তৃণমূল আদতে গেরুয়া শিবিরের জন সমর্থন ধসানোর কৌশল নিয়েছে বলেই দাবি তাদের। সেই সুরই দিলীপ ঘোষের গলায়। বৃহস্পতিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “একসময় পশ্চিমবঙ্গে এই রকম অনেক পার্টি তৈরি হয়েছিল, যারা পরবর্তী সময়ে বিজেপির সঙ্গে যুক্ত হয়েছিল। বর্তমানে বিজেপিকে দুর্বল করতে এসব করছে তৃণমূলের লোকজন। তারা ভাবছে আমরা দুর্বল হচ্ছি। বিজেপিকেও দুর্বল করতে হবে। এই ধরনের পার্টি পরিযায়ী পাখির মতো আসে তাদের নিয়ে চিন্তা করবেন না।”

Advertisement

[আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে বিতর্কিত মন্তব্য! Dilip Ghosh-এর বিরুদ্ধে FIR মহিলার]

তবে রাজনৈতিক মহলের মতে, দিলীপ ঘোষ বিষয়টিকে আমল দিতে চাইছেন না গোছের প্রতিক্রিয়া দিলেও পোস্টার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, বিজেপির শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত মেদিনীপুর। সেই মেদিনীপুরেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির পোস্টার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রায় সাড়ে তিন দশক আগে খড়গপুর আইআইটি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া ছিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেই সূত্রেই কি মেদিনীপুরে সদস্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, উঠছে প্রশ্ন। তবে আপের দাবি, শুধু মেদিনীপুর নয় প্রায় সর্বত্রই চলছে সদস্য সংগ্রহের কাজ।

[আরও পড়ুন: দীর্ঘক্ষণ ‘দুয়ারে সরকারে’র লাইনে দাঁড়িয়ে ক্ষুধার্ত? বিনামূল্যে মিলছে মুড়ি-ঘুগনি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement