Advertisement
Advertisement
TMC leader Sayantika Banerjee

সায়ন্তিকাকে ঘিরে বিক্ষোভ BJP’র, ইটের ঘায়ে ভাঙল পাইলট কারের কাচ

সায়ন্তিকার চোটাঘাত লাগেনি।

BJP shows protest at TMC leader Sayantika Banerjee's convoy । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 12, 2023 2:44 pm
  • Updated:June 12, 2023 4:58 pm

টিটুন মল্লিক, বাঁকুড়া: পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত বাঁকুড়ার বিষ্ণুপুর। জয়পুর থানার কুম্ভস্থলে বিজেপি কর্মীদের রোষের মুখে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি। গাড়ির কাচ ভেঙে গিয়েছে। তবে সায়ন্তিকার চোটাঘাত লাগেনি।

মনোনয়নপত্র জমার তৃতীয় দিনে বাঁকুড়ার সোনামুখীতে অশান্তি তৈরি হয়। বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। আর তার জেরে হাতাহাতিতে জড়ায় তৃণমূল ও বিজেপি। তার ফলে বেশ কয়েকজন জখম হন। প্রহৃত সমর্থকরা হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবাদে সাংসদ সৌমিত্র খাঁ ও বিধায়ক দিবাকর ঘরামির নেতৃত্বে পথ অবরোধ করে বিজেপি।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী বগটুইয়ের মিহিলালের আত্মীয়, পেশ করলেন মনোনয়ন]

ওই অবরোধের জেরে জয়পুর থানার কুম্ভস্থলে আটকে যায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ধেয়ে আসে একদল বিজেপি কর্মী-সমর্থক। তাঁকে গাড়ি থেকে নেমে আসতে বলা হয়। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশেরা এগিয়ে আসে। অভিযোগ, ওই বিজেপি কর্মী-সমর্থকরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে। গাড়িচালক গাড়ি থেকে নামতে যান। তিনিও অল্পবিস্তর চোট পান। এরপর অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। সায়ন্তিকার গাড়ি বিষ্ণুপুরের দিকে পাঠিয়ে দেওয়া হয়।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: পঞ্চায়েতের উত্তাপের মাঝেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব তৃণমূল, মঙ্গলবার কলকাতায় জোড়া মিছিল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement