সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রদায়িক অশান্তির জেরে বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে হাওড়ার ধুলাগড়৷ তা নিয়ে রাজ্যের শাসকদলকে ক্রমাগত বিঁধছে বিরোধী বিজেপি৷ এবার ধুলাগড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের সংসদীয় প্রতিনিধি দল তৈরি করলেন অমিত শাহ৷
বুধবারই এ বিষয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সচিব৷ তাঁর দাবি ছিল, রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির শক্তিবৃদ্ধির কারণেই অশান্তি বাধাচ্ছে তৃণমূলের সংখ্যালঘু শাখা৷ আক্রান্ত হচ্ছে হিন্দুরা৷ মুখ্যমন্ত্রী মুসলিম তোষণ করছেন বলেও অভিযোগ করেন তিনি৷ প্রমাণস্বরূপ টিপু সুলতান মসজিদের ইমামের মন্তব্যকে সামনে আনেন তিনি৷ একই অভিযোগে সরব হয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়ও৷ তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত হতাশার কারণেই হাওড়া গ্রামীণের এসপিকে সরিয়ে দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আর্জি, কনভয়ের কাচ নামিয়ে মুখ্যমন্ত্রী যেন মানুষের কথা শোনেন৷ এই পরিস্থিতিই রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে সক্রিয় হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ ধুলাগড়ের জন্য তিন সদস্যের এক সংসদীয় প্রতিনিধি দল তৈরি করেছেন তিনি৷ খুব শিগগিরই এই দল ধুলাগড় ঘুরে রিপোর্ট পেশ করবে৷
BJP President Amit Shah has constituted a 3 member parliamentary delegation to visit Dhulagarh (West Bengal)
— ANI (@ANI_news) December 22, 2016
রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য একাধিকবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নাম না করেও তিনি বলেন, কোনও কোনও দল রাজ্যে পয়সা দিয়ে অশান্তি বাধাতে চাইছে৷ উল্টোদিকে বিজেপির দাবি, মুখ্যমন্ত্রীর দ্বিমুখী নীতির ফলেই রাজ্যে অশান্তি বাধছে৷ এই চাপান-উতোরের মধ্যেই অমিত শাহের এই পদক্ষেপ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না৷
এই সংক্রান্ত আরও খবর:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.