সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বিধানসভা ভোট আসতে দেরি থাকলেও প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিল বিজেপি। শনিবারই কেন্দ্রীয় ও রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্বকে নিয়ে দুর্গাপুরে চিন্তন বৈঠকে বসেছে তারা। ১০ ও ১১ আগস্ট দু’দিনের এই বৈঠক শেষে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে হবে জনসভাও।
বিজেপির এই দু’দিনের কর্মসূচি নিয়ে আপাতত উৎসাহ তুঙ্গে দলের কর্মীদের। দফায় দফায় দলের রাজ্য নেতানেত্রীরাও দুর্গাপুরে এসে দু’দিনের এই কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখেছেন। শনিবার দুপুর দুটোর সময় দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার এক বেসরকারি হোটেলে শুরু হবে চিন্তন বৈঠক। বিজেপির সর্বভারতীয় অন্যতম সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ছাড়াও উপস্থিত থাকবেন এই রাজ্যের ন’জন সাংসদ ও মুকুল রায়। কেন্দ্র ও রাজ্য থেকে মোট ৪২ জন নেতানেত্রী এই চিন্তন বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানান পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই।
১১ আগস্ট চিন্তন বৈঠক শেষে বিকেল সাড়ে তিনটের সময় শুরু হবে জনসভা। দুর্গাপুরের গান্ধী মোড় সার্কাস ময়দানের এই জনসভায় কৈলাস বিজয়বর্গীয় ছাড়াও থাকছেন কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয় ও সুরিন্দর সিং আলুওয়ালিয়া-সহ একাধিক রাজ্য নেতা।
দু’দিনের এই কর্মসূচি প্রসঙ্গে লক্ষণ ঘড়ুই বলেন, ‘লোকসভার ফলাফলের পর্যালোচনার পাশাপাশি বিধানসভা ভোটের রোডম্যাপ তৈরি করবে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। এই বৈঠকে কর্মীদের অংশগ্রহণের কোনও সুযোগ নেই। তবে চিন্তন বৈঠক শেষে প্রকাশ্য জনসভায় কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক দলীয় সাংসদ ও বিধায়ক অংশ নেবেন। দুর্গাপুরের সঙ্গে অন্য জেলাগুলির যোগাযোগ অত্যন্ত ভাল। তাই এখানেই দু’দিনের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।’
রাজনৈতিক মহলে জল্পনা, বিজেপির এই চিন্তন বৈঠক ঘিরে দলের নব্য ও পুরনো নেতাদের মধ্যে একটা ঠান্ডা লড়াই শুরু হয়েছে। দলের জন্মলগ্ন থেকে সঙ্গে থাকা নেতানেত্রীদের বাদ দিয়ে মহা গুরুত্বপূর্ণ এই চিন্তন বৈঠকে অপেক্ষাকৃত নতুনদের ডাকা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তাঁদের অসন্তোষের কথা সংঘ নেতৃত্বকেও নাকি জানিয়েছেন কেউ কেউ। যদিও এই জল্পনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বিজেপি। বরং কীভাবে রাজ্যের ক্ষমতা দখল করবে তার রূপরেখা তৈরির চেষ্টাই করছে তারা।
ছবি: উদয়ন গুহ রায়
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.