সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণদিঘির সভা থেকে এবার পুলিশকে বেনজির আক্রমণ করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বললেন, “চটির ছবি লাগানো টুপি পরা উচিত পুলিশের।” বিজেপির সাংসদের মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় উঠেছে।
জানা গিয়েছে, হেমবতাবাদের বিধায়কের মৃত্যু ও চোপড়ার কিশোরী খুনের ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবিতে মঙ্গলবার বিজেপির (BJP) তরফে উত্তর দিনাজপুরের করণদিঘিতে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে অংশ নেওয়ার পর একটি সভায় যোগ দেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সেখান থেকে রাজ্য পুলিশকে একহাত নেন সাংসদ। পুলিশ রাজ্য সরকারের তাবেদারি করছে, এই অভিযোগ তুলে উর্দিধারীদের নজিরবিহীনভাবে আক্রমণ করেন তিনি। বলেন, পুলিশ ‘জুতো চাটছে’। এরপরই আক্রমণাত্মক সুরে বলেন, “অশোক স্তম্ভের ছবি লাগানো টুপি পরার যোগ্যতা পুলিশের নেই। ওদের উচিত চটির ছবি লাগানো টুপি পরা।”
সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে সাংসদ বলেন, “ক্ষমতায় এলে এদের সবাইকে দেখে নেব।” একজন সাংসদের এহেন আচরণ তীব্র নিন্দা করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। উল্লেখ্য, আগেও বারবার একাধিক ইস্যুতে বিজেপি নেতা-মন্ত্রীদের ক্ষোভের মুখে পড়েছে রাজ্য পুলিশ। পক্ষপাতিত্বমূলক আচরণ করছে তাঁরা, এমন অভিযোগও উঠেছে। ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটালেন সুকান্ত মজুমদার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.