Advertisement
Advertisement
CAA

লোকসভার আগেই CAA, শাহী সুরেই হুঙ্কার শান্তনুর

নাগরিকত্ব আইন নিয়ে সাংসদ বনাম বিধায়কের লড়াইটা স্পষ্ট হয়ে গেল।

BJP MP Shantanu Thakur claims CAA will be enacted before 30 March | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 2, 2023 7:40 pm
  • Updated:December 2, 2023 7:40 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: দিন কয়েক আগে কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে গিয়েছিলেন সিএএ  (CAA) বা সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হবেই ৷ এবার একই সুর বিজেপির বনগাঁ লোকসভা সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের গলাতেও। দাবি করলেন সিএএ কার্যকর হবেই ৷ ৩০ মার্চের মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের বিধি তৈরি হবে। একইসঙ্গে তিনি হরিণঘাটার দলীয় বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন।

শনিবার শান্তনু ঠাকুর গিয়েছিলেন গাইঘাটার চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে।সেখানে তাঁর সহযোগিতায় একটি অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা হয় ৷ সেখানে এর পর তিনি সংবাদমাধ্যমের কাছে সিএএ প্রসঙ্গে বলেন, “ইতিমধ্যেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৷ ৩০ মার্চের মধ্যে সিএএ-এর রুল ফ্রেম (আইনের বিধি তৈরি) হয়ে যাবে। তার পরই তা কার্যকর হবে ৷ এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই সিলমোহর দিয়ে গিয়েছেন।” এখনও সিএএ কার্যকর না হওয়ায় মতুয়াদের বড় অংশ হতাশ। এ বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, “নাগরিকত্ব না পেয়ে মতুয়ারা ৭০ বছর ধরে নিরাশ। তবে আমি মনে করি, মতুয়ারা এখন আনন্দিত ৷ নাগরিকত্ব আইন হয়েছে এবং তা কার্যকর হবে ৷”

Advertisement

[আরও পড়ুন: Suvendu Adhikari: লোকসভা ভোটের আগে বিজেপির হয়ে মাঠে সিপিএম নেতারা! ফের শুভেন্দুর গলায় ‘রাম-বাম’ জোট]

তবে এদিন সাংসদ বনাম বিধায়কের লড়াইটা স্পষ্ট হয়ে গেল। বনগাঁর সাংসদ দলের বিধায়ক অসীম সরকারকে কটাক্ষ করেছেন ৷ সম্প্রতি অসীমবাবু মন্তব্য করেছিলেন, “অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড কখনও নাগরিকত্বের প্রমাণ হতে পারে না ৷ ওটা হিন্দুত্বের প্রমাণ হতে পারে ৷” এ বিষয়ে এদিন শান্তনুবাবু বলেন, ‘কে কী বলেছেন আমি শুনিনি৷। তবে উনি যদি এসব বলে থাকেন তাহলে বিষয়বস্তু কিছুই জানেন না ৷” যদিও এ বিষয়ে অসীমবাবু কোনও মন্তব্য করতে চাননি।

[আরও পড়ুন: শৌচাগারে রাখা মিড ডে মিলের চাল! চুরির অভিযোগে স্কুলে ‘তালাবন্দি’ দুই শিক্ষক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement