বাবুল হক, মালদহ: আদিবাসী ও পিছিয়ে পড়া জনজাতির জন্য উপদেষ্টা পরিষদের বৈঠক নবান্নে। সেই বৈঠকে আদিবাসী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধি তথা মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে (Khagen Murmu) আমন্ত্রণ করা হয়েছে। কিন্তু সেই বৈঠক এড়ালেন তিনি। কারণ হিসেবে তাঁর যুক্তি, এসব বৈঠকে কাজের কাজ কিছু হয় না। তাছাড়া এই মুহূর্তে তিনি ঝাড়খণ্ডে দলের প্রচারে ব্যস্ত। তাই নবান্নের বৈঠকে তিনি যাচ্ছেন না। যদিও খগেন মুর্মুর এই ভূমিকায় প্রশ্ন তুলেছে শাসকদল।
বিরোধীদের বরাবরের অভিযোগ, শাসকদল একতরফাভাবে বৈঠক ডেকে নিজেরাই সিদ্ধান্ত নেন। বিরোধীদের কারও কোনও কথা শোনা হয় না। কিন্তু আদিবাসী উপদেষ্টা কমিটির বৈঠকে নবান্নের তরফে আদিবাসী সম্প্রদায়ের জনপ্রতিনিধি খগেন মুর্মুর কাছে আমন্ত্রণ পৌঁছেছিল। সোমবার বিকেলে সেই বৈঠক হওয়ার কথা। কিন্তু তাতে যোগ দিতে যাচ্ছেন না মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু।
খগেন মুর্মুর পালটা অভিযোগ, বৈঠকের কোনও এজেন্ডা নেই। কী বিষয় আলোচনা হবে, তারও ঠিক নেই। শুধু তাই নয়, তিনি গুরুতর অভিযোগও করেছেন। কার্যত তিনি বলতে চেয়েছেন, এই সব কমিটি বা বৈঠকের সারবত্তা নেই। শুধু বৈঠক হয়। কাজের কাজ কিছু হয় না। আদিবাসীদের অনেক সমস্যা। সেইসব সমস্যার কথা বৈঠকে আলোচনা হয় না, সমাধানও হয় না। বিজেপি সাংসদের কথায়, এর আগে উত্তরকন্যাতেও একবার বৈঠক হয়েছে। সেখানে তিনি উপস্থিত ছিলেন। তাঁর দাবি, নির্দিষ্ট এজেন্ডা নিয়ে বৈঠক হতে হবে। আদিবাসীদের উন্নয়ন করতে হবে। এই মুহূর্তে খগেন মুর্মু ঝাড়খণ্ডে দলীয় প্রচারে রয়েছেন। শাসকদলের কটাক্ষ, আমন্ত্রণ পেয়েও বৈঠকে আসেন না বিজেপি সাংসদ। আর শাসকদল বিরোধীদের উপেক্ষা করে বলে অভিযোগ। এ কেমন দ্বিচারিতা?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.